আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারের কমেন্ট্রি ভুলতে পারেননি সাধারণ মানুষ। রোহিত শর্মাদের বিশ্বকাপ জয়ের এক মাস পরেও সেই কমেন্ট্রির অডিও দিয়ে রিল বানিয়ে আপলোড করছেন নেটিজেনরা। আর সেই তালিকায় যুক্ত হল এবার আরও বিখ্যাত লাইন। রবিবার প্যারিস অলিম্পিকে হকিতে ভারত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল গ্রেট ব্রিটেনের। টানটান ম্যাচে টাইব্রেকারে ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। আর সেই ম্যাচের পাশাপাশি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন ধারাভাষ্যকার সুনীল তানেজা।





প্যারিস অলিম্পিকে হিন্দি ধারাভাষ্যকারদের মধ্যে তিনি একজন। শুধু হকি নয় এখনও পর্যন্ত ভারত যে তিনটে পদক জিতেছে সেই তিনটি পদকের ম্যাচেই ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন সুনীল। তবে হকিতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা গ্রেট ব্রিটেনকে হারানোর পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুনীল। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজকুমার পাল গোল করার পরেই সুনীল তানেজার সেই বিখ্যাত লাইন ‘ভারত সেমিফাইনাল যা রাহা হ্যায়, ভারত সেমিফাইনাল যা রাহা হ্যায়’। বলতে বলতে গলা ধরে এসেছিল তাঁর। কেঁদেই ফেলেছিলেন তিনি।


?ref_src=twsrc%5Etfw">August 4, 2024


ভারতের একাধিক খেলায় ধারাভাষ্য দিয়েছেন সুনীল। তাঁর ধারাভাষ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে খেল ইন্ডিয়া। সেই ভিডিওই শেয়ার করেছেন সুনীল। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হকি দলকে। পদক থেকে মাত্র এক ম্যাচ দূরে ভারত। মঙ্গলবার সেমিফাইনালে জার্মানিকে হারাতে পারলেই রূপো নিশ্চিত ভারতের।