আজকাল ওয়েবডেস্ক: আর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দেখা যাবে না রোহিত ও বিরাটকে। দেশের হয়ে হয়ত আর নয়। কিন্তু বিগ ব্যাশ টি২০ লিগে? জল্পনা উসকে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ।
 
 এটা ঘটনা আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেন না। তবে সেই প্রথা ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএল তিনি ছেড়ে দিয়েছেন। এবার বিবিএলে সিডনি থান্ডারের হয়ে খেলবেন ভারতের প্রাক্তন স্পিনার। তবে রো–কো এখনও প্রাক্তন নয়। ফলে তাঁরা কি অস্ট্রেলিয়ার লিগে খেলার অনুমতি পাবেন? আশা ছাড়ছে না অজি বোর্ড।
 
 টডের বক্তব্য, ‘আমার মতে অল্প সময়ের জন্য হলেও সেটা সম্ভব। কথাবার্তার রাস্তা আমরা খোলা রাখছি। রবিচন্দ্রন অশ্বিন বিগ ব্যাশের এক গুরুত্বপূর্ণ সময়ে যুক্ত হচ্ছে। তাতে ভারতীয় প্লেয়ারদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা বাড়বে। যদিও তার অনেকটাই নির্ভর করবে আমরা লিগের জন্য বেসরকারি সাহায্য নেব কি না। সেটা নিয়েও আলোচনা চলছে।’ স্পষ্টতই, বিগ ব্যাশ লিগ সেই পথ খোলার চেষ্টাও করছে। যাতে আর্থিকভাবে শক্তিশালী হলে আরও অনেক প্লেয়ারকে লিগে খেলানো যায়।
 
 তবে রোহিত ও কোহলির জন্য এখনই সেটা সম্ভব নাও হতে পারে। আইপিএল খেলা চালিয়ে গেলে তাঁরা বিগ ব্যাশে খেলতে পারবেন না। তবে অশ্বিনের পদক্ষেপের পর আত্মবিশ্বাসী হয়ে উঠছে অজি বোর্ড। বাকিটা পরিস্থিতির উপর ছাড়ছে তারা। প্রসঙ্গত, এর আগেই গ্রিনবার্গ বলেছিলেন, ‘আমরা বিগব্যাশে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে চাই। যদি সেটা হয়, তাহলে দারুণ হবে। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমরা আলোচনা করতে রাজি। আমরা বিরাট কোহলিকে বিগ ব্যাশে দেখতে চাই।’ এবার যা পরিস্থিতি, তাতে বিরাট ও রোহিতকে একসঙ্গে বিগব্যাশে দেখতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 
