আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখন শুধু ওয়ানডে ক্রিকেট খেলবেন দুই তারকা। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রোহিত–বিরাটের। আর এই সুযোগে তাঁদের বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা ভেবে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই দু’জনকে জমকালো বিদায়ী সংবর্ধনা দেবে অস্টেলিয়া ক্রিকেট বোর্ড।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ এই ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটাই হয়তো শেষবার, যখন আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখব। যদি সেটাই হয়, তাহলে ওদের দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব আমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের অবিশাস্য অবদানের কথা সকলেই জানে। সেটাকে মনে রেখে ওদের সংবর্ধনা দেওয়া হবে।’
অন্যদিকে, কোহলিকে বিগ ব্যাশ লিগে খেলানোর ইচ্ছাও রয়েছে গ্রিনবার্গের। সম্প্রতি তিনি বলেছেন, ‘আমরা বিগব্যাশে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে চাই। যদি সেটা হয়, তাহলে দারুণ হবে। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি। চলতি বছরেই বিরাট কোহলিকে বিগ ব্যাশে দেখতে চাই। তিনি এলে এই লিগের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে।’
প্রসঙ্গত, ১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত–অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ পারথে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে রয়েছে যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর। তখনই এই বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
