আজকাল ওয়েবডেস্ক: নিজে ব্যালন ডি অর জিতেছেন মোট পাঁচ বার। তার আগে রয়েছেন একমাত্র লিও মেসি। যিনি জিতেছেন আট বার। টানা ১৫ বছর বিশ্ব ফুটবলে আধিপত্য চালিয়েছেন এই দুই মহাতারকা। তবে রোনাল্ডো, মেসি অবসর নেওয়ার পর কারা জিতবেন এই পুরস্কার? নিজের ইউটিউব চ্যানেলে রিও ফার্দিনান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন পর্তুগিজ ফুটবলার।
জানিয়েছেন, বর্তমানে খেলা দেখে তাঁর যা মনে হয়েছে তাতে ভবিষ্যতে কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম এবং লামিন ইয়ামাল এই পুরস্কার জিততে পারেন। সিআর সেভেনের বিশ্বাস আগামী কয়েক বছরে এই পুরস্কার জিততে পারেন এমবাপ্পে। তাঁর সঙ্গে কড়া টক্কর চলবে হালান্ড, বেলিংহ্যাম এবং ইয়ামালের। তাঁর সাফ স্বীকারোক্তি, নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে।
তবে সিআর সেভেন যে চারজনের কথা বলেছেন তাঁদের প্রত্যেকেই চলতি ব্যালন ডি অরের নমিনেশনে জায়গা পেয়েছেন। উল্লেখ্য, প্রায় দুই দশক পর ব্যালন ডি অর নমিনেশনে নাম নেই মেসি এবং রোনাল্ডোর। ২০০৪ সাল থেকে দুই তারকা জায়গা করে আসছেন ব্যালন ডি অরের তালিকায়। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব ফুটবলে একটা যুগের সমাপ্তি ঘটল।
২০০৪ সাল থেকে ব্যালন ডি অরের নমিনেশনে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো। ২০২২ সাল পর্যন্ত টানা নমিনেশনে থেকে পাঁচ বার এই খেতাব জিতেছেন তিনি। অন্যদিকে, মেসির নাম প্রথমবার উঠেছিল ২০০৬ সালে। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর শেষবার ব্যালন ডি অর জেতেন লিও।
