আজকাল ওয়েবডেস্ক: মরুশহরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ ঘিরে প্রশ্নচিহ্ন। আল নাসেরে সই করার পর থেকে রোনাল্ডোর ক্যারিশমায় আল নাসের জেতেননি কোনও বড় ট্রফি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে আল নাসের। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, বিশ্বসেরা রোনাল্ডোকে দলে এনে কি লাভ হল? 

আল নাসের ভক্তরা মনে করছেন, রোনাল্ডোরই এবার ক্লাব ছাড়া উচিত। আর মাসদুয়েকের মধ্যেই পর্তুগিজ তারকার চুক্তি শেষ হচ্ছে আল নাসেরে। অতীতে মনে করা হচ্ছিল চুক্তি শেষ হয়ে গেলে হয়তো তাঁর সঙ্গে চুক্তি বাড়ানো হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রোনাল্ডোকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

যদিও চলতি মরশুমে ২৩টি গোল করে সৌদি প্রো লিগের অন্যতম সেরা গোলদাতা রোনাল্ডো। কিন্তু সৌদি প্রো লিগে রোনাল্ডোর ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হতে পারছে না। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে আল নাসের। 

এদিকে রোনাল্ডোকে ছাড়াই আল নাসের ৯ গোলে বিধ্বস্ত করেছে আল আখদুদকে। সাদিও মানে বিধ্বংসী মেজাজে ধরা দেন। আল নাসেরের ৯ গোলের মধ্যে চার গোল একাই করেন মানে। সেই ম্যাচেও রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হয়। এই ৯ গোলে জয় প্রমাণ করে রোনাল্ডোকে ছাড়াও বড় ব্যবধানে জিততে পারে ক্লাব। এখন রোনাল্ডোর সঙ্গে চুক্তি সম্প্রসারণ করা হয় কিনা, সেটাই দেখার।