আজকাল ওয়েবডেস্ক: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের একী অবস্থা। হেরেই চলেছে। সবার শেষে রয়েছে চেন্নাই সুপার কিংস। আট ম্যাচে জয় মাত্র দুই। পয়েন্ট মোটে চার। যদিও এই পারফরম্যান্সের পরেও দলের পাশেই দাঁড়াচ্ছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তাঁর আশা, ধোনির নেতৃত্বে দল ঘুরে দাঁড়াবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০১০ আইপিএলের শুরুটাও চেন্নাইয়ের ভাল হয়নি। টুর্নামেন্টের মাঝপথ থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। ফাইনালে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে।
 
 কাশী বিশ্বনাথন বলেছেন, ‘বুঝতে পারছি এবার চেন্নাইয়ের পারফরম্যান্স অনেককেই হতাশ করেছে। তবে ক্রিকেটে এরকম হতেই পারে। অতীতেও এরকম হয়েছে। আমরা যে ভাল ক্রিকেট খেলতে পারছি না এটা সবাই বুঝতে পারছে। আশা করব আগামী ম্যাচগুলোয় দল ঘুরে দাঁড়াবে।’
 
 এরপরই তিনি যোগ করেছেন, ‘এই দলে শিবম দুবের মতো ক্রিকেটার রয়েছে। বছরের পর বছর ধরে ভাল খেলছে। আর ধোনির মতো একজন নেতা থাকায় এই দলের কামব্যাকের বিষয়ে আশাবাদী হওয়াই যায়।’
 
 প্রসঙ্গত, ২০১০ আইপিএলে প্রথম সাতটি ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছিল সিএসকে। সেই দলই এরপর ঘুরে দাঁড়ায় ও চ্যাম্পিয়ন হয়। বিশ্বনাথনের কথায়, ‘২০১০ আইপিএল সকলেরই মনে আছে। টানা পাঁচ ম্যাচ হেরেছিলাম। সেবারই প্রথম আমরা চ্যাম্পিয়ন হই। ছেলেরা এবারও প্রত্যয়ী রয়েছে। আগামী ম্যাচগুলোয় ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী।’
 
 শুক্রবার চিপকে চেন্নাই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। 
