আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তাতে কী?‌ ক্রিকেটার নেওয়া আটকাচ্ছে না চেন্নাই সুপার কিংসের।


একের পর এক ক্রিকেটার নিয়ে চলেছে চেন্নাই। বুধবার ইডেনে কলকাতার বিরুদ্ধে ম্যাচ। তার আগে আরও এক ক্রিকেটারকে দলে নিল চেন্নাই।
লিগামেন্টে চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের বংশ বেদি। তার পরিবর্তে গুজরাটের উইকেটকিপার–ব্যাটার উর্বিল প্যাটেলকে দলে নিল সিএসকে। 


প্রসঙ্গত, সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করে শিরোনামে এসেছিলেন উর্বিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে যুগ্মভাবে টি২০ ক্রিকেটে এটাই দ্রুততম টি২০ শতরান। ২৬ বছরের ক্রিকেটার ৪৭ খানা টি২০ ম্যাচে করেছেন ১১৬২ রান। ২০২৩ সালে গুজরাট টাইটানসে ছিলেন তিনি। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় তিনি যোগ দিলেন চেন্নাইয়ে।


প্রসঙ্গত, ১১ ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছে এবার চেন্নাই। পয়েন্ট চার। লিগ টেবিলে সবার শেষে তারা। ম্যাচ বাকি কলকাতা, রাজস্থান ও গুজরাটের বিরুদ্ধে।
এটা ঘটনা আইপিএলের আগে উর্বিল, আমন খান ও সলমন নিজারকে ট্রায়ালে ডেকেছিল সিএসকে। এবার সুযোগ আসতেই উর্বিলকে দলে নিয়ে নিল।