আজকাল ওয়েবডেস্ক: ইন্টার মায়ামির পরে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায়? তা নিয়ে তীব্র আলোচনা। এবার ডেভিড বেকহ্যাম জানিয়ে দিলেন, ইন্টার মায়ামি থেকে যাওয়ার পরে মেসি বার্সেলোনাতেই যাবেন। বেকহ্যাম বলেছেন, ''আমি চাই অবসরের পরে মেসি মায়ামিতেই থাকুক। কিন্তু লিওই আমাকে বলেছে ন্যু ক্যাম্পের কাছেই ও থাকবে। মেসির মতো কেউ বার্সাকে ভালবাসেনি।'' বেকহ্যাম যখন জানিয়ে দিয়েছেন, তখন মেসিকে নিয়ে জল্পনা বন্ধ হল বলে। 

চুক্তি অনুযায়ী ইন্টার মায়ামিতে লিওনেল মেসি থাকবেন চলতি মরশুম পর্যন্ত। ২০২৬ সালেও সেখানে থাকতে পারেন তিনি। কিন্তু তার পরে? মেসি বর্ণময় কেরিয়ার শেষ করবেন কোথায়? 

সৌদি আরবের ক্লাবের তরফ থেকেও বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মেসি গিয়েছেন ইন্টার মায়ামিতে। শোনা যাচ্ছে, ২০২৬ সাল পর্যন্ত মেসিকে রাখতে চায় ইন্টার মায়ামি। 


তবে যে খবর ভেসে আসছে, তাতে মেসি শেষ করতে চান বার্সেলোনায়। আর্জেন্টাইন মহাতারকার বার্সেলোনায় ফিরতে চাওয়ার কথা জানান মেসির সাংবাদিক বন্ধু ইয়ানিনা লাতোরে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনেকে লাতোরে বলেন, ''মেসি আমাকে বলেছে, ইন্টার মায়ামি পর্বের পরে বার্সেলোনায় ফিরে যাবে।''

তবে বার্সায় ফিরলেও সেখানে মেসি খেলোয়াড় হয়ে ফিরবেন না। অন্য কোনও পদে হয়তো ফিরতে পারেন মেসি।