আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণ আফ্রিকার টি২০ লিগের নিলাম। আর সেই নিলামে রেকর্ড মূল্যে বিক্রীত হলেন ডেওয়াল্ড ব্রেভিস। আইপিএলে তাঁর মূল্যের থেকে আটগুণ বেশি দাম পেলেন। ২২ বছর বয়সি বিধ্বংসী প্রোটিয়া ব্যাটারকে ১৬.৫ মিলিয়ন র‌্যান্ড অর্থাৎ ৮.৩১ কোটি টাকায় কিনে নিল প্রিটোরিয়া ক্যাপিটালস। আর তারপর দলের কোচ সৌরভ গাঙ্গুলির থেকে ‘গেমচেঞ্জার’ আখ্যা পেলেন ব্রেভিস। 


এটা ঘটনা, নিলামে ব্রেভিসের নাম ঘোষণা হতেই টানাটানি পড়ে যায়। শুরুটা করে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস। উল্লেখ্য, আইপিএলের মাঝপথে চেন্নাই সুপার কিংস ২.২ কোটি টাকায় কিনেছিল ব্রেভিসকে। যিনি ‘বেবি এবি’ নামেও পরিচিত। দক্ষিণ আফ্রিকার লিগের নিলামে খুব দ্রুত ১০ মিলিয়ন র‌্যান্ড মূল্য উঠে যায় তাঁর। জোবার্গ যখন দৌড়ে অনেকটাই এগিয়ে, তখন মঞ্চে প্রবেশ করে সৌরভের দল। একদিকে স্টিফেন ফ্লেমিং, অন্যদিকে সৌরভ, দুজনের লড়াইয়ে শেষ হাসি হাসেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আইপিএল বেতনের আটগুণ বেতন ৮.৩১ কোটি টাকা পাবেন ব্রেভিস।


নিলামের পর সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘‌আশা করি, ও ভাল খেলবে। ব্রেভিস দারুণ প্রতিভা। গত এক–দেড় বছরে ওর খেলায় অনেক উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়া সফরে দেখিয়েছে, ও যে কোনও মুহূর্তে ‘গেমচেঞ্জার’ হয়ে উঠতে পারে। টি–টোয়েন্টিতে সেটাই দরকার। আমাদের দলে রাসেল, রাদারফোর্ড আছে। যারা ম্যাচের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। আশা করি, ব্রেভিসও সেটাই করবে।’‌


সৌরভ আরও বলেছেন, ‘‌আমি কখনও টাকার সঙ্গে পারফরম্যান্সকে মিশিয়ে ফেলি না। ও এত টাকা পেয়েছে, সেটা আলাদা কথা। ও স্পিনটা খুব ভাল খেলে, যেটা খুব দরকারি। ওর মধ্যে প্রতিভা আছে বলেই এত টাকা ওর প্রাপ্য।’‌ উল্লেখ্য, আইপিএলে সিএসকে’তে মাঝপথে ঢুকে ৬ ম্যাচে ২২৫ রান করেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। এবার দেখার দক্ষিণ আফ্রিকায় সৌরভের কোচিংয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন ব্রেভিস।

এদিকে, এশিয়া কাপে বুধবার অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু নজর সেই ১৪ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ওইদিন দুবাইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান। 


আয়োজক দেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?‌ যা বোঝা যাচ্ছে ওপেনে আসবেন শুভমান গিল ও অভিষেক শর্মা। আসল প্রশ্ন হচ্ছে, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং কি জায়গা পাবেন ভারতের প্রথম একাদশে? তিন পেসার না দুই পেসার খেলাবে ভারত? কত জন স্পিনার খেলবেন? ফিনিশারের ভূমিকায় কে থাকবেন? 


গতবারের চ্যাম্পিয়ন দল এবারও বিজয়ী হওয়ার দাবিদার। দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর একটা কাজ নিয়মিত করে গিয়েছেন গৌতম গম্ভীর। তা হল, বিভিন্ন ফরম্যাটে যত বেশি সম্ভব মাল্টি স্কিলড প্লেয়ার খেলানো। আর নিশ্চিত করা, যাতে আট নম্বর পর্যন্ত ব্যাট করার লোক থাকে। দেখতে গেলে, আমিরশাহি যুদ্ধ আদতে ভারতের কাছে পাকিস্তান লড়াইয়ের ড্রেস রিহার্সাল। কিংবা প্রি–টেস্ট। তবে আমিরশাহি ম্যাচ ভারতকে একটা আন্দাজ দিয়ে যাবে, পাকিস্তান যুদ্ধের আগে টিম কোথায় দাঁড়িয়ে। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে থাকা আমিরশাহি টিমের প্লেয়ারদের কাছে আবার ভারত ম্যাচ জশপ্রীত বুমরা–শুভমান গিলদের বিরুদ্ধে খেলার একটা সুযোগ।