আজকাল ওয়েবডেস্ক: দেবীপক্ষ পড়ে গিয়েছে। মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে শহর কলকাতার দুর্গা দর্শন। মাঝে একদিন বৃষ্টির জন্য ভাটা। বুধবার সকাল থেকেই আবার রাস্তায় নেমে পড়েছে কচিকাঁচার দল। তারমধ্যে দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা দিল ইস্টবেঙ্গল। বুধবার সকালে কসবা রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজোয় হাজির ইস্টবেঙ্গলের ছেলেদের এবং মেয়েদের দলের ফুটবলাররা। এবার এই পুজোর প্রতিমা ইমামির আটা দিয়ে তৈরি। সবটাই ১০০ শতাংশ আটা এবং পাথরের মাটি দিয়ে তৈরী । রাজডাঙ্গার এই অভিনব থিমের সাক্ষী হলেন শৌভিক চক্রবর্তী, আনোয়ার আলি এবং মহম্মদ রশিদ। ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের থেকে ছ'জন ফুটবলার উপস্থিত ছিলেন। তালিকায় ছিলেন ফাজিলা ইকওয়াপুত, রেস্টি নানজিরি, মৌরীন টি ওকপালা, আবিনা এ ওপোকু, শ্রাবণী মুর্মু এবং বিরশি ওরাও।

এছাড়াও ছিলেন ইমামির ডিরেক্টর সন্দীপ আগরওয়াল এবং মার্কেটিংয়ের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট কৌশিক রায় চৌধুরী। এই প্রথম কলকাতার দুর্গাপুজোর সাক্ষী থাকবেন মহম্মদ রশিদ। তাই স্বভাবতই নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন।
অক্টোবরে পরপর টুর্নামেন্ট। শৌভিক মনে করছেন, কলকাতা লিগ জয়, সিনিয়র দলের বাকিদেরও মোটিভেট করবে। শৌভিক বলেন, 'কলকাতা লিগ জয় ইস্টবেঙ্গল ক্লাব এবং সবার জন্য একটা পজিটিভ দিক। পরের প্রতিযোগিতা আইএফএ শিল্ড, সুপার কাপ এবং আইএসএলে নামার আগে মোটিভেট করবে। জুনিয়ররাও তৈরি সেটা বুঝিয়ে দিয়েছে। এতে দলের আত্মবিশ্বাস বাড়বে।' এবছর পুজোতে প্র্যাকটিস থাকবে। তবে ছুটি পেলে অবশ্যই অষ্টমীর অঞ্জলী দিতে চান বাঙালি মিডফিল্ডার। শৌভিক জানান, 'অষ্টমীর অঞ্জলী কেউ মিস করে না। বাড়ির সবাই, বউকে নিয়ে মণ্ডপে অঞ্জলী দেব।' পুজোর পরপরই শুরু আইএফএ শিল্ড। ইস্টবেঙ্গল তারকার দাবি, দল তৈরি। এই প্রসঙ্গে শৌভিক বলেন, 'আইএফএ শিল্ডের জন্য দল তৈরি। সবাইকে প্রোগ্রাম দেওয়া ছিল। সবাই মোটিভেটেড। যে টুর্নামেন্টই হবে, ফুটবলাররা নিজেদের একশো শতাংশ দেবে এবং চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে।'
আইএফএ শিল্ড শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে গোয়ায় শুরু সুপার কাপ। দুই টুর্নামেন্টের মধ্যে ব্যবধান খুবই কম। তাতে কোনও সমস্যা হবে না বলেই মনে করেন লাল হলুদ তারকা। বরং দাবি, আরও বেশি ম্যাচ খেলা উচিত ভারতীয় ফুটবলারদের। শৌভিক বলেন, 'যত ম্যাচ খেলবে ততই ভাল। ভারতীয় প্লেয়ার হিসেবে আমাদের ম্যাচ টাইম কম। যত ম্যাচ পাবে ভারতীয় ফুটবলারদের জন্য ভাল। জাতীয় দলের জন্যও ভাল। বিদেশে এরকম সময়ই ম্যাচ হয়। রিকভারি যদি ঠিকঠাক করতে পারে, সবাই শৃঙ্খলাপরায়ন জীবনযাপন করতে পারলে, কোনও সমস্যা হওয়ার কথা নয়। এতদিন ম্যাচই ছিল না। এবার ম্যাচ খেলাটা আমাদের জন্য ভাল। আইএসএলে নামার আগে যত ম্যাচ টাইম পাবে, তত ফিটনেস বাড়বে।'

আগের দিনই সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো নিয়ে ফেডারেশনের কাছে আবেদন জানায় মোহনবাগান। এদিন এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি শৌভিক। বলেন, 'জানি না কোন ক্লাব করেছে। টুর্নামেন্টে বিদেশিদের যেরকম নিয়ম থাকবে, তেমনই হবে। এটা এআইএফএফের দ্বারা পরিচালিত। আমি কিছুই বলতে পারি না।' গত দু'বছর ইন্ডিয়ান উইমেন্স লিগে গোল্ডেন বুট জয়ী ফাজিলা ইকওয়াপুত। এবছর কলকাতায় প্রথম পুজো তাঁর। সতীর্থদের থেকে গল্প শুনেছেন। এই মহাকাণ্ডের সাক্ষী থাকতে মরিয়া উগান্ডার ফুটবলার।
