আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবারের খেলা পিছিয়ে গেল। সোমবার আনুষ্ঠানিকভাবে আইএফএর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। বুধবার ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার ম্যাচ ছিল। এককথায় খেতাবি লড়াই। সেদিন জিতলেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হল। ২৮ সেপ্টেম্বর মহমেডান স্পোর্টিং-ডায়মন্ড হারবার ম্যাচও পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, আই লিগ থ্রির চূড়ান্ত পর্বে খেলছে ডায়মন্ড হারবার। তাঁদের প্রস্তুতির যথাযত সময় দেওয়ায় জন্যই কলকাতা লিগের দুটো ম্যাচ পিছিয়ে দেওয়া হল। একইসঙ্গে জানানো হয়, আই লিগের সূচির মধ্যেই ডায়মন্ড হারবারের ঘরোয়া লিগের খেলা পড়ে গিয়েছিল। তাই ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হল আইএফএ। ম্যাচ দুটোর নতুন তারিখ পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তবে পরিস্থিতি যা তাতে পুজোর আগে কলকাতা লিগ শেষ হওয়ার সম্ভাবনা কম।
২ অক্টোবর মহালয়া। তারপরই পুজোর তোড়জোড় শুরু হয়ে যাবে। ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা দিতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হয়তো পুজোর পরেই লিগের ফয়সালা হবে। তবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। পুজোর আগেই লিগ শেষ করার মরিয়া চেষ্টা করবেন আইএফএ কর্তারা। চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে ইস্টবেঙ্গল। লিগ টেবিলেও একনম্বর স্থানে। দুই নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার। দু'দলই এখনও পর্যন্ত অপরাজিত। দুই দলেরই দুটো করে ম্যাচ বাকি। ১৫ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৪১। সমসংখ্যক ম্যাচে ডায়মন্ড হারবারের পয়েন্ট ৩৯। দুই দলের মধ্যে মাত্র ২ পয়েন্টের পার্থক্য। অর্থাৎ ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার ম্যাচই কার্যত কলকাতা লিগের ফাইনাল। এরপরেও দু'দলের একটা করে ম্যাচ বাকি থাকবে। তবে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার ম্যাচের বিজয়ী ট্রফি প্রায় নিশ্চিত করে ফেলবে।
