আজকাল ওয়েবডেস্ক: বসুন্ধরা কিংসের তারকা ব্রাজিলীয় ফুটবলার মিগুয়েলকে নিয়ে জোর চর্চা। ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়েছেন তিনি। সোমবারই হয়তো সরকারি ভাবে মিগুয়েল জানিয়ে দেবেন তিনি ইস্টবেঙ্গলকে হ্যাঁ বলে দেবেন।
কিন্তু বাংলাদেশে ফোন ঘুরিয়ে মিগুয়েলকে নিয়ে অন্য খবর পাওয়া গেল। ব্রাজিলীয় ফুটবলার নেই এখন বাংলাদেশে। মিগুয়েল অন্তর্ধান রহস্যের ভিতরে ঢুকে আজকাল ডট ইন পেল অন্য খবর।
প্রায় এক মাসের বেশি সময় অতিক্রান্ত মিগুয়েল বসুন্ধরা ছেড়ে চলে গিয়েছেন ব্রাজিলে। অর্থাৎ বসুন্ধরা কিংসের হয়ে মিগুয়েল এখন আর খেলছেন না। সূত্রের খবর, মিগুয়েল তাঁর মাকে নিয়ে এই মুহূর্তে ব্রাজিলের প্রত্যন্ত জায়গায় রয়েছেন। সেখানে তাঁর সঙ্গে যোগাযোগ করা কঠিন।
কিন্তু মিগুয়েল হঠাৎ উধাও হয়ে গেলেন কেন? শোনা যাচ্ছে, বসুন্ধরার সঙ্গে আর্থিক সমস্যার জন্যই মিগুয়েল ফিরে গিয়েছেন দেশে।
বাংলাদেশের সাংবাদিক থেকে বসুন্ধরা কিংসের ফুটবলাররা বলছেন, স্ত্রীর শারীরিক সমস্যার কারণ দেখিয়ে মিগুয়েল বাংলাদেশ ছেড়েছেন। মিগুয়েলের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, বসুন্ধরার কাছ থেকে স্যালারি না পাওয়াতেই মিগুয়েল ক্লাব ছেড়ে পাড়ি দিয়েছেন ব্রাজিলে।
বসুন্ধরার এক ফুটবলার বললেন, ''মিগুয়েল দীর্ঘদিন হয়েছে বসুন্ধরা ছেড়ে চলে গিয়েছে। ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছে ২৫ মার্চ। তার আগে থেকেই ও ক্লাব ছেড়েছে। ও মনে হয় না আর আসবে।''
আরেক সূত্র বলছে, মিগুয়েল এরকমই। ওঁর কাছে চুক্তি মানে চুক্তি। চুক্তি না মানলে মিগুয়েল ক্লাব ছেড়ে চলে যেতেও পিছপা হয় না।
বাংলাদেশের ফুটবলমহলে ফোন করে জানা গেল, দেশের পট পরিবর্তনের পর থেকেই আর্থিক সমস্যা দেখা যাচ্ছে সেখানকার সব ফুটবল ক্লাবে। নিয়মিত বেতন পাচ্ছেন না ফুটবলাররা। বসুন্ধরার এক ফুটবলার বললেন, ''অনেক দিন আগে টাকা পেয়েছিলাম। তার পরে আর টাকা পাইনি। সব ক্লাবেরই এক অবস্থা। মানিয়ে নিয়ে চলতে হচ্ছে আমাদের।''
এই আর্থিক সমস্যাই মিগুয়েলের বাংলাদেশ ছাড়ার অন্যতম কারণ। মিগুয়েলের সতীর্থ এক ফুটবলার বললেন, ''শুনছি তো মিগুয়েল ইস্টবেঙ্গলে যাবে। সেখানে গেলে আর্থিক সমস্যায় পড়তে হবে না ওকে। আইএসএলে চুটিয়ে খেলতে পারবে।''
