আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের মহম্মদ রশিদ পাকা ইস্টবেঙ্গলে। বসুন্ধরা কিংসের প্রাক্তন ফুটবলার মিগুয়েলের আসাও প্রায় নিশ্চিত লাল-হলুদে।
ব্রাজিলীয় ও প্যালেস্তাইনের ফুটবলারের নতুন ঠিকানা লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব।
এখন একজন ভাল ডিফেন্ডার ও স্ট্রাইকারের খোঁজে লাল-হলুদ ব্রিগেড। এবার দলগঠনে কোমর বেঁধে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। গতবারের ব্যর্থতা ঝেড়ে ফেলতে চাইছেন কর্তারা।
সূত্রের খবর, একজন সেন্টার ব্যাক, দু'জন মাঝমাঠের খেলোয়াড় ও একজন স্ট্রাইকারকে দলে নেওয়ার প্রাথমিক
 
  লক্ষ্য নিয়ে  নেমেছিল ইস্টবেঙ্গল। এই চারজনের মধ্যে এখনও পর্যন্ত দু'জন প্রায় পাকা হয়ে গিয়েছে লাল-হলুদে। এই দু'জন মিগুয়েল ও মহম্মদ রশিদ। 
সূত্রের খবর, সল ক্রেসপো ও দিয়ামান্তাকোসকে আপাতত ধরেই এগোচ্ছে ইস্টবেঙ্গল। পরবর্তীতে এই দু'জনের পরিবর্তে ভাল মানের ফুটবলার খুঁজবে লাল-হলুদ।
সল ক্রেসপো ও দিমির সঙ্গে চুক্তি রয়েছে লাল-হলুদের। ফলে এই দু'জনকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে ইস্টবেঙ্গল।
তবে এখন লাল-হলুদ একজন ডিফেন্ডার ও একজন স্ট্রাইকারকে দলে পেতে চাইছে ইস্টবেঙ্গল। প্রথম এগারোর মধ্যে চার বিদেশি স্থির করে ফেলতে চাইছে লাল-হলুদ। এই নতুন চার বিদেশিই হয়তো প্রথম একাদশে থাকবেন।
