আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবল অথৈ জলে। আইএসএলের পর এবার ডুরান্ড নিয়েও অনিশ্চয়তা। একাধিক ক্লাব তাঁদের প্রাক মরশুম পিছিয়ে দিয়েছে। সূচি প্রকাশ করতে পারেনি ডুরান্ড কমিটি। আইএসএলের একাধিক ক্লাব ডুরান্ডে খেলতে রাজি নয়। তারসঙ্গে রয়েছে কয়েকটি আই লিগের ক্লাবও। শোনা যাচ্ছে, এই সমস্ত ঝামেলার মধ্যে আটকে গেল জয় গুপ্তর সই। ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। নতুন মরশুমে লাল হলুদ জার্সিতে দেখা যাবে তরুণ প্রতিভাবান ফুটবলারকে। এফসি গোয়ায় লেফট ব্যাকে নজর কেড়েছেন জয়। তাঁকে পাওয়ার দৌড়ে ছিল আরও কয়েকটি ক্লাব। তবে শেষমেষ ইস্টবেঙ্গলের জালে ধরা দিলেন জয়। 

চেন্নাইন এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি তাঁদের প্রাক মরশুম পিছিয়ে দিয়েছে। এই ছয় ক্লাব ডুরান্ড খেলতেও আগ্রহী নয়। ইন্টার কাশি এবং নেরোকা এফসিও ঐতিহ্যশালী টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মরশুমের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশিত না হওয়ায় অনিশ্চয়তায় ভারতীয় ফুটবল। আইএসএল কবে থেকে শুরু হবে জানা নেই। ডুরান্ড নিয়েও সমস্যা তৈরি হয়েছে। যার ফলে এখনও সূচি প্রকাশিত করা সম্ভব হচ্ছে না। শুধু ডার্বির দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। তাই জয়ের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গেলেও, সরকারিভাবে এখনও সই হয়নি। সূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ধীরে চলো নীতি ইস্টবেঙ্গলের।