আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিল ইস্টবেঙ্গল। এভাবে বললেও অত্যুক্তি করা হবে না। 

অবশেষে মোহনবাগানকে একপ্রকার 'ডজ' করেই ইস্টবেঙ্গলের পথে আার্জেন্টাইন ডিফেন্ডার। 

সূত্রের খবর, একটা সময় মোহনবাগান তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। টম অলড্রেডের জায়গায় তাঁর কথা ভাবাও হয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল এখানেই মাস্টার স্ট্রোক দিয়ে তুলে নেয় এই ডিফেন্ডারকে। 

তিনি কেভিন সিবিয়ে। লিও মেসির দেশের ডিফেন্ডার তিনি। খেলেছেন রিভার প্লেটে। পরে ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো বালিয়ারেস হয়ে কলকাতার বটবৃক্ষ ক্লাবে আসতে চলেছেন তিনি। চূড়ান্ত সই করবেন খুব দ্রুতই। 

স্পেনের ক্লাব পনফেরাদিনার হয়ে গত মরশুমে খেলেছেন কেভিন। এবার লাল-হলুদের রক্ষণ আগলাবেন তিনি। গত মরশুম বেশ ভাল খেলেছেন কেভিন। তাঁর অন্তর্ভুক্তিতে ক্লাবের রক্ষণের শক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। কেভিনের বয়স মাত্র ২৬। এরকম তরুণ ডিফেন্ডারই পছন্দ ছিল ইস্টবেঙ্গলের। বড়সড় কোনও অঘটন না ঘটলে ইস্টবেঙ্গলের জার্সি পরে কেভিনের খেলা এখন কেবল সময়ের অপেক্ষা। 

ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে খেলা পাকা হয়ে গিয়েছে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল, প্যালস্তাইনের তারকা রাশেদ ও মরোক্কান গোলমেশিন হামিদ আহদাদের। এই হামিদকে ঢালাও সার্টিফিকেট দিয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেনশেরিফাও। এবার যা খবর, তাতে কেভিন সিবিয়েকে এবার দেখা যাবে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে।