আজকাল ওয়েবডেস্ক: আগের মরশুম অতীত। সোমবার থেকে শুরু নতুন যাত্রা। ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। এবার কলকাতা লিগের শুরুটা দারুণ করেছে লাল হলুদ ব্রিগেড। পরপর ম্যাচ জিতছে ইস্টবেঙ্গলের জুনিয়ররা। সায়নদের নিয়ে বিদেশে নেক্সট জেন কাপ খেলতে গিয়েছে বিনো জর্জ। এবার মাঠে নামছে কার্লেস কুয়াদ্রাতের দল। গতবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে ফাইনালে হেরে রানার্স তকমাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল হলুদকে। এবার সেই আফশোস মেটানোর পালা। মাসের শুরু থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কুয়াদ্রাত।‌ মোহনবাগানের তুলনায় অনেকটা আগেই প্র্যাকটিসে নেমে পড়ে ইস্টবেঙ্গল। মাঝে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে মহেশ, হিজাজিরা। 





প্রথম ম্যাচের আগে চ্যালেঞ্জের মুখে কুয়াদ্রাত। চোটে জর্জরিত লাল হলুদ শিবির। একাধিক ফুটবলারকে পাওয়া যাবে না। এই তালিকায় রয়েছেন ক্লেইটন‌‌ সিলভা, নিশু কুমার, নন্দকুমার। চোটের জন্য প্রায় দু'মাস মাঠের বাইরে নিশু। প্রথম ম্যাচে পাওয়া যাবে না বাকি দু'জনকে। তাঁদের ছাড়াই নামবে ইস্টবেঙ্গল। তবে লাল হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে দিমিত্রিয়স ডিয়ামানটাকোস এবং মাদি তালালের। সবার নজর এই দু'জনের দিকে থাকবে। লাল হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে জিকসন সিংয়েরও। গত কয়েকবছরে এবার সেরা দল করেছে ইস্টবেঙ্গল। সেটা মেনেও নিয়েছেন কুয়াদ্রাত। বিদেশিহীন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করতে মরিয়া লাল হলুদের স্প্যানিশ কোচ।