আজকাল ওয়েবডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন? কেউ মনে না করিয়ে দিলে ইংল্যান্ডের হাল দেখে বোঝা দায়। হারের হ্যাটট্রিক। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কা। বৃহস্পতিবার চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার কাছে হারে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ ইংল্যান্ডের। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার। মাঝে মাত্র বাংলাদেশের বিরুদ্ধে জয়। হতশ্রী চেহারা জস বাটলারের দলের। খাতায় কলমে মিরাকেলের একটা সম্ভাবনা থাকলেও শেষ চারের আশা কার্যত শেষ ব্রিটিশদের। এদিন মরণ-বাঁচন ম্যাচ ছিল দু'দলের। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্য ছিল। কিন্তু সব বিভাগেই মাত দিল শ্রীলঙ্কা। কে বলবে এই দলটাই আগের বিশ্বকাপ জিতেছে! এদিন কার্যত ল্যাজেগোবরে হয় বিশ্বচ্যাম্পিয়নরা।বাজবল পদ্ধতিতে খেলাই কাল হচ্ছে ইংল্যান্ডের। ৫০ ওভার ব্যাট করার মানসিকতাই নেই ক্রিকেটারদের। টসে জিতে ব্যাটিং নেন বাটলার। কিন্তু ৩৩.২ ওভারেই ১৫৯ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে ১৪৬ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় শ্রীলঙ্কার। ২৫.৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় লঙ্কা। অথচ শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। প্রথম উইকেটে ৪৫ রান যোগ করেন জনি বেয়ারস্টো (৩০) এবং দাভিদ মালান (২৮)। এরা আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। মিডল অর্ডার ডাহা ব্যর্থ। খারাপ ফর্ম অব্যাহত বাটলারের (৮)। একমাত্র বেন স্টোকস কিছুটা চেষ্টা করেন। ৭৩ বলে ৪৩ করে আউট হন। বাকিরা ফ্লপ। ৩ উইকেট নেন লাহিরু কুমারা। মহেশ পথিরানার পরিবর্তে দলে যোগ দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসও জোড়া উইকেট পান। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪ রানে ফিরে যান কুশল পেরেরা। রান পাননি কুশল মেন্ডিসও। ১১ রানে আউট হন লঙ্কার নেতা। ২৩ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে জয়ে পৌঁছে দেন পাথুম নিশাঙ্কা (৭৭) এবং সাদিরা সামারাবিক্রমা (৬৫)। ১৩৭ রান যোগ করে এই জুটি। জয়ের ফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। অন্যদিকে আরও একধাপ নীচে নামল ইংল্যান্ড। 
