আজকাল ওয়েবডেস্ক: অফ স্টাম্পের বাইরের বলে তাঁর দুর্বলতার কাছে সবাই জানে। বর্ডার-গাভাসকর ট্রফিতে লাগাতার অফস্টাম্পের বাইরে বল ফেলে কোহলিকে আউট করেছেন অজি বোলাররা। ইংল্যান্ড সিরিজেও একই ভাবে অফস্টাম্পের বাইরে বল ফেলে কোহলির পরীক্ষা নিতেন ইংল্যান্ডের পেসাররা।
টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণের এটাও অন্যতম কারণ বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসর। তিনি বলেছেন, ''অস্ট্রেলিয়ার মতো বাউন্সি পিচে অফ স্টাম্পের বাইরের বলে দেখা গিয়েছে কোহলির দুর্বলতা রয়েছে। তাই হয়তো ভেবেছিল ইংল্যান্ডেও তো অফস্টাম্পের বাইরে বল সুইং করবে। এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার সমাধানসূত্র নেই কোহলির কাছে। সেই কারণেই টেস্ট থেকে অবসর নেওয়ার কথা স্থির করে ফেলে। আরসিবি ও ওয়ানডের জন্য সব শক্তি রেখে দেয়।''
যদিও পানেসার মনে করেন, কোহলি তিনটি ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। টেস্ট ক্রিকেটের সেরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর। কোহলি হয়তো মনে করেছে, নিজের সেরাটা নিংড়ে দিয়েছে। সব কিছুই অর্জন করা হয়েছে। সরে যাওয়ার এটাই সেরা সময়।
