আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনকে বিদায়ী ম্যাচ খেলিয়ে যথাযথ সংবর্ধনা দেওয়া উচিত ছিল। তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। বুধবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে অশ্বিন তাঁর অবসরের কথা ঘোষণা করেন। ব্রিসবেনে ম্যাচের পর অশ্বিনের আবেগপ্রবণ মুহূর্ত এবং বিরাট কোহলির সঙ্গে আলিঙ্গন করার দৃশ্য নিয়ে তাঁর অবসরের জল্পনা ছড়িয়ে পড়ে।

 

 

বৃহস্পতিবার গুজরাটে এক অনুষ্ঠানে এসে কপিল দেব বলেন, ‘পরবর্তী প্রজন্ম আমাদের থেকে ভাল না হলে, পৃথিবী এগিয়ে যেতে পারবে না। আমরা কখনও ভাবিনি যে কেউ সচিন তেন্ডুলকার বা সুনীল গাভাসকারের মত খেলোয়াড়দের ধারে কাছে পৌঁছাতে পারবে। অশ্বিন অবসর নিয়েছে। আমি সেখানে থাকলে ওকে এভাবে যেতে দিতাম না। যথাযথ সম্মান আর আনন্দের সঙ্গে তাকে বিদায় জানাতাম’।

 

 

অনিল কুম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অশ্বিন। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ভারতের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। দেশের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তারও বেশি উইকেট নেন। ৫৯ রানে ৭ উইকেট সেরা বোলিং। পাশাপাশি টেস্টে ব্যাট হাতে ৩৪৭৪ রানও করেন। ৬টি শতরান করেছেন। রয়েছে ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন।