আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুই ম্যাচে রান পাননি বিরাট কোহলি। দুটো ম্যাচেই 'গোল্ডেন ডাক' করেন। শনিবার তৃতীয় একদিনের ম্যাচ। তার আগে অবাক করার মতো দাবি করে বসলেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়কের দাবি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করবেন কোহলি। একইসঙ্গে তিনি মনে করেন, সবচেয়ে বেশি উইকেট নেবেন জস হ্যাজেলউড। শুক্রবার বিয়ন্ড ২৩ ক্রিকেট পডকাস্টে নিজের মনোভাব ব্যক্ত করেন ক্লার্ক। বিরাটের খারাপ ফর্ম সত্ত্বেও তাঁর ওপরই বাজি ধরলেন অজি‌ তারকা। ক্লার্ক বলেন, 'আমার মনে হয় ওরা স্টার্ক এবং হ্যাজেলউডকেই খেলাবে। আমার মতে, তৃতীয় ম্যাচে জোশি সর্বোচ্চ উইকেট নেবে। এতদিন আমি ভেবেছিলাম বিরাট সবচেয়ে বেশি রান করবে, কিন্তু ও দুটো শূন্য করেছে। তাসত্ত্বেও আমার বাজি কোহলিই। আমার মনে হয়, এই ম্যাচে ও সবচেয়ে বেশি রান করবে।' শেষ ম্যাচে কোহলির প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী ক্লার্ক। 

সিরিজের শেষ ম্যাচে একটি উত্তেজক লড়াইয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়ান তারকা। আশা করছেন, টি-২০ সিরিজের আগে জয় দিয়ে শেষ করবে টিম ইন্ডিয়া। ক্লার্ক বলেন, 'আমার মনে হচ্ছে ভারত জিতবে। সিরিজ ২-১ হবে। আমি এই ভবিষ্যদ্বাণী আগেই করেছিলাম। তাই শেষ ম্যাচটা ভারত জিতলে আমার কোনও সমস্যা নেই। তবে আশা করব, ম্যাচটা ভাল হবে। একটাও ম্যাচ না জিতে টিম ইন্ডিয়া বাড়ি ফিরতে চাইবে না। এরপর টি-২০ সিরিজও আছে। তাই আত্মবিশ্বাস নিয়ে টি-২০ সিরিজ শুরু করতে চাইবে। আশা করছি ম্যাচটা ভাল হবে।' প্রথম দুটো ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ তে সিরিজ জিতে ফেলেছে অস্ট্রেলিয়া। শনিবার শেষ ম্যাচেও স্টার্ক, হ্যাজেলউড জুটিকে দেখা যাবে। তারমধ্যে দ্বিতীয়জনকে আরও ভয়ঙ্কর মনে করছেন ক্লার্ক। অস্ট্রেলিয়ার মাটিতে ফর্মে ফেরার এটাই শেষ সুযোগ কোহলির সামনে। অন্যদিকে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে অজিরা। সিরিজ নির্ধারিত হয়ে যাওয়ায়, দুই দলেই বেশি কিছু পরিবর্তন হতে পারে।