আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টাইন মহাতারকা লিও মেসির চুম্বনে অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল বার্সেলোনার প্রাক্তন তারকা ফ্রান্সিসকো ত্রিনকাও-র।
২০২০ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ফ্রান্সিসকো ত্রিনকাও। পরের বছরই মেসি বার্সেলোনা ছেড়ে চলে যান প্যারিস সাঁ জাঁ-য়। এক বছর মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন ত্রিনকাও। ৩৪টি ম্যাচ একসঙ্গে খেলেছিলেন দু'জন। ২০২৩ সালে ত্রিনকাও ক্লাব ছেড়ে চলে যান স্পোর্টিং সিপি-তে।
এক সাক্ষাৎকারে মেসির অভ্যাসের কথা বলেছেন ত্রিনকাও। মাঠে অনুশীলনের সময়ে মেসি অভিবাদন করতেন চুম্বন করে। আর তাতেই অস্বস্তিতে পড়তেন সেই ত্রিনকাও।
তিনি বলেছেন, ''শুরুর দিকে খুব অস্বস্তিতে পড়তে হতো। সাংস্কৃতিক দিক থেকে আর্জেন্টিনা ও উরুগুয়ের মানুষজন চুম্বন করে স্বাগত জানান। অ্যাকাডেমিতে মেসির সঙ্গে দেখা হলেই আমাকে চুম্বন করে স্বাগত জানাত। আমি তাতে অস্বস্তি বোধ করতাম।''
ওই একই সাক্ষাৎকারে ত্রিনকাওকে বলতে শোনা গিয়েছে মেসির অবদানের কথা। মেসির পরামর্শ তাঁদের উপকারে লেগেছে বলে জানান ত্রিনকাও। তিনি বলেছেন, ''খেলার মাঠে মেসি খুবই শান্ত স্বভাবের। মেসি নিজেই দৃষ্টান্ত স্থাপন করেছিল। ও আমাদের যা বলত, তা মেনে চলার চেষ্টা করতাম।''
মেসি গোটা বিশ্বে সমাদৃত। তাঁর দক্ষতা, খেলার প্রতি তাঁর চিন্তাভাবনা বাকিদের থেকে আলাদা করে রেখেছে।
