আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজয়ের পরেই নেতৃত্ব বদলের ডাক দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। ভারতীয় ক্রিকেটের স্বার্থে হরমনপ্রীতের নেতৃত্বের চেয়ার থেকে সরে দাড়ানো উচিত বলে মনে করেন তিনি। রঙ্গস্বামী মনে করেন নেতৃত্ব থেকে হরমনপ্রীত সরে দাঁড়ালে দলকে আরও সমৃদ্ধ করতে পারবেন তিনি। হরমনপ্রীত খুবই ভাল ব্যাটার এবং ফিল্ডার। নেতৃত্বের বোঝা সরিয়ে দিলে তিনি দলকে আরও সাফল্য এনে দিতে পারবেন। রঙ্গস্বামী বলছেন, ''হরমন ফিল্ডার ও ব্যাটার হিসেবে দুর্দান্ত। তবে ট্যাকটিক্যালি মাঝে মাঝে ভুল করে বসে। ক্যাপ্টেন্সির বোঝা কাঁধ থেকে সরে গেলে আরও অবদান রাখতে পারবে।'' পরবর্তী বিশ্বকাপ ২০২৯ সালে। রঙ্গস্বামী মনে করেন নেতৃত্বের ব্যাটন এবার স্মৃতি মান্ধানার হাতে তুলে দেওয়ার সময়ে এসেছে। তিনি বলেছেন, ''বিশ্বজয়ের পরে নেতৃত্বের হাতবদল হলে তা ভাল দেখায় না। কিন্তু ভারত ও হরমনপ্রীতের স্বার্থে এই পরিবর্তন হলে ভাল হয়। তাতে হরমনেরও ভাল আবার দেশের ক্রিকেটেরও ভাল। ওর মধ্যে এখনও তিন-চার বছরের ক্রিকেট রয়েছে। ফলে নেতৃত্ব ছেড়ে দিলে ক্ষতি কিছু হবে না।'' আগামীদিনের দিকে তাকিয়ে স্মৃতি মান্ধানার হাতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড তুলে দেওয়ার পক্ষপাতী রঙ্গস্বামী।
২০২৫ সালে আর কোনও খেলা নেই হরমনপ্রীতদের। বিশ্বজয়ী দল আবার মাঠে নামবে ১০৫ দিন পর। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরে যাবেন হরমনপ্রীতরা। একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। আগামী অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রথম ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি। সিডনিতে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হবে দু’দল। অর্থাৎ বিশ্বজয়ের ১০৫ দিন পর আবার মাঠে নামবেন হরমনপ্রীতরা। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ ১৯ ফেব্রুয়ারি এবং তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ ২১ ম্যাচ। সফরের তিনটি একদিনের ম্যাচ হবে যথাক্রমে ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ। সফরের একমাত্র টেস্টটি পারথে হবে আগামী ৬ থেকে ৯ মার্চ।
অস্ট্রেলিয়া সফরের আড়াই মাস পর ভারতীয় মহিলা দল যাবে ইংল্যান্ডে। হরমনপ্রীতদের ইংল্যান্ড সফর ২০২৬ সালের ২৮ মে থেকে ১৩ জুলাই। হরমনপ্রীতরা অবশ্য দু’দফায় ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবেন। প্রথম দফায় হবে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলি হবে ২৮ মে, ৩০ মে এবং ২ জুন। এর পর ইংল্যান্ডেই টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা হরমনপ্রীতদের।
আগামী বছর ২০ ওভারের বিশ্বকাপ খেলবেন একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী বছর ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে মহিলাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ আগামী ১৪ জুন পাকিস্তানের সঙ্গে। এছাড়াও ২১ জুন দক্ষিণ আফ্রিকা, ২৮ জুন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপের খেলা রয়েছে। সূচি অনুযায়ী, ১৭ এবং ২৫ জুন আরও দু’টি ম্যাচ রয়েছে ভারতের। এই ম্যাচ দু’টির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের নক আউট পর্বে উঠলে আরও দু’টি ম্যাচ খেলবেন হরমনপ্রীতরা।
বিশ্বকাপের পর আবার ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে টেস্ট। ২০২৬ সালের ১০ থেকে ১৩ জুলাই লর্ডসে হবে দু’দলের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ পর্যন্ত ভারতীয় মহিলা দলের সূচি নির্দিষ্ট রয়েছে। তবে আগামী ন’মাস হরমনপ্রীতদের দেশের মাটিতে কোনও ম্যাচ নেই।
