আজকাল ওয়েবডেস্ক: দিল্লির প্রাক্তন মিঠুন মানহাস ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। ২৮ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা হবে মুম্বইয়ে। সেখানেই আনুষ্ঠানিক ভাবে মিঠুনের নামে সিলমোহর পড়বেভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সর্বোচ্চ আসন ফাঁকা পড়ে রয়েছে। সেই পদের জন্য দিল্লিতে এক বৈঠক হয় শনিবার। সেই বৈঠকেই স্থির হয় মিঠুন মানহাস পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট।

জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেননি মিঠুন মানহাস। জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের সঙ্গে তিনি যুক্ত। ১৫৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মিঠুন। ৯৭১৪ রান করেছেন তিনি। ২৭টি শতরানের মালিক তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মিঠুন মানহাস। পরবর্তীতে দিল্লি ডেয়ারডেভিলস ও পুণে ওয়ারিয়র্সের হয়েও খেলেন তিনি। যা জানা যাচ্ছে, তাতে মিঠুন মানহাস হতে চলেছেন বোর্ড প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। 

আরও পড়ুন: পুজোর আগে 'ডাবল বোনানজা'র স্বাদ পেতে চলেছে ইস্টবেঙ্গল, গতবারের লিগ চ্যাম্পিয়ন লাল-হলুদ, ঘোষণা আইএফএ-র ...

একসময়ে রঘুরাম ভাট বোর্ড প্রেসিডেন্ট পদের দাবিদার ছিলেন। এখন হয়তো কোষাধ্যক্ষ হবেন। বোর্ড সচিব দেবজিসাইকিয়া। যুগ্ম সচিব প্রভতেজ ভাটিয়াআইপিএল চেয়ারম্যান থাকবেন অরুণ ধুমল

১৯৯৭-৯৮ মরশুমে মানহাসের অভিষেক ঘটে। দিল্লির হয়ে মিডল অর্ডারে ব্যাট করতে নামতেন। সেই যুগে এদেশের ক্রিকেট দেখেছে শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়ের বিক্রম। ২০০৭-০৮ মরশুমে মিঠুন মানহাসের নেতৃত্বেই রঞ্জি ট্রফি জেতে দিল্লি

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য রজার বিনি সত্তর বছর বয়সে বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ থেকে সরে যান। লোধা আইন অনুসারে সত্তর বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না। তাই বিনিকে সরে যেতে হয়। তাঁর জায়গাতেই হয়তো বসতে চলেছেন মিঠুন মানহাস

বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কিন্তু বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, পূর্বতন বোর্ড প্রেসিডেন্টের বিদায়ের পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয় বোর্ডকে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ দিনের বেশি সভাপতি পদে থাকতে পারেন না। সেই হিসেব অনুযায়ী, সেপ্টেম্বরের ২৮ তারিখ বার্ষিক সাধারণ সভায় শীলমোহর পড়বে নতুন প্রেসিডেন্টের নামে। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ড সভাপতি হয়েছিলেন রজার বিনি। সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এবার জাতীয় দলের হয়ে একটি ম্যাচও না খেলা মিঠুন মানহাসের হাতেই থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রিমোট কন্ট্রোল।

আরও পড়ুন: ভারত-পাক লড়াইয়ে ম্যাচ রেফারি সেই পাইক্রফ্টই, পিসিবি-র দাবিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ