আজকাল ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম শ্রেণির প্রাক্তন ক্রিকেটার রাজেশ বণিক। ত্রিপুরার হয়ে অতীতে তিনি রঞ্জি ট্রফিতে খেলেন। অধিনায়কত্বও করেন তিনি। 

পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বছর চল্লিশের এই প্রাক্তন ক্রিকেটার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। 

রাজেশ বণিকের অভিষেক হয়ে ২০০১-০২ মরশুমে।  ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন রাজেশ। এ ছাড়া তিনি ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ১৮টি টি-টোয়েন্টিও খেলেন। ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচকও ছিলেন তিনি। 

২০০০ সালে কুয়ালা লামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে জাতীয়  দলের হয়ে খেলেন। তাঁর সতীর্থ ছিলেন ইরফান পাঠান, অম্বতি রাইডু। 

বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সি কে নায়ড়ু ট্রফি, কোচবিহার ট্রফি-সহ বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

রাজেশ বণিকের মৃত্যুতে শোকাহচ ত্রিপুরার ক্রিকেটমহল। ত্রিপুরা ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে বলেন, ''অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। গভীরভাবে আমরা শোকাহত।''