আজকাল ওয়েবডেস্ক: বাবর আজমের ব্যাটিং দেখার জন্য উপস্থিত দর্শকরা চাইছিলেন অধিনায়ক শান মাসুদ যেন দ্রুত আউট হন। আবার প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজমকে ধারাভাষ্য দিতে গিয়ে আক্রমণ করে বসলেন।

ঘটনাটি পাক ইনিংসের ৪৮-তম ওভারে। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার সেনুরানের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে ব্যাট আর প্যাডে বল লেগে শূন্যে ওঠে। প্রোটিয়া ফিল্ডাররা জোরালো আবেদন করেন। আম্পায়ার নট আউট দেন। দক্ষিণ আফ্রিকা রিভিউ চায়। 

আরও পড়ুন: জয়সওয়ালকে থামাতে না পেরে বল দিয়ে আঘাত, শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা 

রিভিউতে দেখা গিয়েছে বল ব্যাটেই লাগেনি। সেই সময়ে ধারাভাষ্যকার রামিজ রাজা বলে ফেলেন, ''ও এখন নাটক করবে।'' রাজার এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। একজন প্রাক্তন ক্রিকেটার যিনি ম্যাচের ধারাভাষ্যকার, তিনি কি এমন মন্তব্য করতে পারেন? প্রশ্ন উঠতে শুরু করে।

গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বাবর আজমকে কেন্দ্র করে দু'ধরনের ছবি দেখা গেল। ধারাভাষ্য দিতে গিয়ে মহাভুল করে বসলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক। বাবর আজমকে নিয়ে রীতিমতো উত্তেজনা চলে। এশিয়া কাপে তাঁর জায়গা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষবার খেলেছেন বাবর আজম। তারপরেই গদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন প্রোটিয়াদের বিরুদ্ধে। 

 

?ref_src=twsrc%5Etfw">October 12, 2025

তাঁকে দেখার জন্য ভক্তদের মধ্যে আগ্রহ এবং উত্তেজনা এতটাই যে দর্শকরা শান মাসুদের আউট দেখতে চাইছিলেন। প্রোটিয়া বোলাররা আউটের আবেদন করার সঙ্গে সঙ্গেই দর্শকরা 'বাবর-বাবর' ধ্বনি তুলতে থাকেন। আর দর্শকদের এমন উৎসাহ-উদ্দীপনা দেখে শন পোলকও অবাক হয়ে যান। তিনি বলে ওঠেন, ''বাবরকে ক্রিজে দেখার জন্য দর্শকরা ভারত অধিনায়ক শান মাসুদকে আউট দেখতে চাইছেন। এটা আমার বিশ্বাসই হচ্ছে না। সমর্থকদের সঙ্গে কথা বলতে হবে আমাদের।''

শান মাসুদ ও ইমাম উল হক দ্বিতীয় উইকেটে ১৬১ রান জোড়েন। বাবরকে ক্রিজে দেখার জন্য দর্শকদের অপেক্ষার বাঁধ অবশেষে ভাঙে ৪৮-তম ওভারে। মাসুদ ৭৬ রানে আউট হন। গ্যালারিতে উপস্থিত দর্শকরা 'বাবর-বাবর' চিৎকার করতে শুরু করে দেন। সমর্থকরা ব্যানার তোলেন 'কিং বাবর'। 

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে পাঁচ রান দেওয়া হল ভারতের মহিলা দলকে, কিন্তু কেন? ...