আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলে মিগুয়েল। মোহনবাগানে আজই নেমেছেন রবসন রবিনহো। কলকাতার দুই প্রধানে ফের দেখা যাবে সাম্বার ঝলক। 

আর তিনি ক্লেটন সিলভা কলকাতা থেকে বহু দূরে। ব্রাজিলে তিনি একা একাই নিজেকে ফিট রাখছেন। দুই ব্রাজিলীয়র নতুন ঠিকানা এই শহর। আর ক্লেটন সেই শহর ছেড়েই ফিরে গিয়েছেন নিজের দেশে। তিনি কি নিজের দেশে 'নির্বাসিত'? হয়তো তাই। হয়তো নয়। 

পেলের দেশের এই ফুটবলার হাঁড়ির খবর রাখেন তাঁর প্রাক্তন ক্লাব ইস্টবেঙ্গলের। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে চুক্তি বাতিল করেছে লাল-হলুদ ব্রিগেড। একসময়ের সতীর্থ যে ইস্টবেঙ্গলে প্রাক্তন হয়ে গিয়েছেন, তা জানেন ক্লেটন। সেই খবর এসে পৌঁছেছে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারের কাছে। 

আরও পড়ুন: ১৫০০ কোটি টাকা!‌ কোন ফুটবলারকে কিনতে এই ট্রান্সফার ফি দিল লিভারপুল জানলে চমকে যাবেন ...

একসময়ে তাঁর নামেই যে জয়ধ্বনি উঠত লাল-হলুদে। প্রতিপক্ষের জালে বল জড়াতে কোচের আসল অস্ত্রই যে ছিলেন ক্লেটন সিলভা। 

তিনি গোল করেছেন। তাঁর গোলেই ম্যাচ জিতেছে লাল-হলুদ শিবির। আবার সেই তিনিই গোলের রাস্তা হারিয়ে সমর্থকদের বিষ নজরেও পড়েছেন। ডার্বিতে পেনাল্টি নষ্ট করেছেন। তাঁর জীবনে এই মেঘ তো এই রৌদ্র। 

 তাঁর গোলেই কার্লেস কুয়াদ্রাত জমানায় ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে। সেই তিনিই আবার অস্কার ব্রুজোঁর সময়ে চোট আঘাতে জর্জরিত হয়েছিলেন। গোল পাচ্ছিলেন না। শেষমেশ কোচ অস্কারের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়। সুপার কাপের আগেই ক্লাব থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তাঁর সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করা হচ্ছে। সুপার কাপে ক্লেটনহীন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে ছিটকে যায়। 

লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের প্রাক্তন তারকা কি ক্লাব পেয়েছেন এখন? ক্লেটন বলছেন, ''কোনও ক্লাবের হয়ে খেলছি না।'' তাহলে তিনি কী করছেন? ক্লেটনের সংক্ষিপ্ত জবাব, ''অ্যামেচার হিসেবে কেবল সানডে লিগে খেলছি।''

ক্লাব না পেয়ে তিনি হয়তো অসহায়। একজন পেশাদার ফুটবলার ক্লাব না পেলে অসহায়তা গ্রাস করে তাঁকে। ক্লেটনের কি সেই অবস্থা? তিনি অবশ্য এই প্রশ্নের জবাবে নিরুত্তর থেকেছেন। 

সানডে লিগ কী? ক্লেটনের অগ্রজ ডগলাস দ্য সিলভা বলছেন, ''ব্রাজিলের সানডে লিগে প্রাক্তন ফুটবলার এবং যাদের কোনও ক্লাবের সঙ্গে চুক্তি নেই, তারাই খেলে। এর বিনিময়ে ভাল টাকা পাওয়া যায়।'' ডগলাস নিজেও সানডে লিগে খেলেছেন। এখন তিনি স্যান্টোস ও পালমেইরাসের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলেন। 

ক্লেটন ও ডগলাস--দুই ব্রাজিলীয়র এর আগে সাক্ষাৎ হয়েছিল কলকাতায়। ক্লেটনকে মূল্যবান পরামর্শও দিয়েছিলেন ক্লেটন। ডগলাস বলছেন, ''অ্যামেচার লিগ খেলে ক্লেটন নিজেকে ফিট রাখছে।''   

গত বছর ক্লেটনের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছিল 'বুড়ো'  অপবাদ। তাঁর বন্ধুরা বলতেন, ''ক্লেটন একদমই স্বার্থপর খেলোয়াড় নয়। যখন গোল করার চাপ ওর উপরে ছিল, সেই সময়েও ও দলকে সাহায্য করেছে। নিজে গোল না করে, যে ভাল পজিশনে রয়েছে, তাকে পাস বাড়িয়েছে।'' 

 অস্কারের কথামতো কখনও নীচে নেমে, কখনও উপরে উঠে দলকে সাহায্য করেছেন। সেই তিনিই এখন নতুন কোনও ক্লাবের অপেক্ষায় দিন গুনছেন। নিজেকে তৈরি রাখছেন সানডে লিগ খেলে। 

আরও পড়ুন:  'হকি দলে ১৮-২০ জন বিরাট কোহলি রয়েছে', ২০১১-এর বিশ্বজয়ী কোচের অবাক করা মন্তব্য ...