আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলদের হেডস্যর গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর।
ভারতের ব্যাটিং বিভাগ রান করেছে। সেঞ্চুরি করেছেন একাধিক ব্যাটসম্যান। কিন্তু বোলারের অভাবে ম্যাচ জিততে পারেনি। এর মধ্যেই শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে বুমরাহ অনিশ্চিত।
বার্মিংহ্যামে বল গড়ানোর আগে পানেসর বলেন, ''গম্ভীর যদি নিজের দলকে ব্যাটিং ইউনিট হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে বোলিং ইউনিট হিসেবেও তৈরি করতে হবে দলকে। সমর্থকরা ট্রোল করবেন। ভারত চারশোর বেশি রান করলে ম্যাচ জেতা উচিত। বোলিং ইউনিট শক্তিশালী করার মতো ভাল কোচ কি গম্ভীর? সেই দক্ষতা কি ওর আছে?'' গম্ভীরের সামনে বড় পরীক্ষা।
প্রথম টেস্টে হার মানায় সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হবে শুভমন গিলদের। পানেসর ভারতের হেডস্যর সম্পর্কে বলছেন, ''গম্ভীরকে এখন ভাবতে হবে, একজন কোচ হিসেবে, আমি কি ২০ উইকেট নেওয়ার জন্য দল বেছে নিতে পারি? ইংল্যান্ডে এখন এটাই গম্ভীরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং যদি ও তা দেখাতে না পারে, তাহলে আমার মনে হয় বিসিসিআই ধীরে ধীরে, টেস্ট ম্যাচ ধরে, গম্ভীরকে মূল্যায়ণ করুক। , সিরিজ শেষ হওয়ার পর কী করা উচিত তা ভেবে রাখা দরকার বোর্ডকে? প্রতিটি ভেন্যুতে ২০ উইকেট নেওয়ার জন্য সঠিক আক্রমণ বেছে নেওয়াই এখন গম্ভীরের সামনে বড় চ্যালেঞ্জ।''
