আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মা পরবর্তী যুগের সূচনা প্রায় হয়ে গিয়েছে। ইংল্যান্ডের মাটিতে টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। তারই মধ্যে বিতর্ক উস্কে দিলেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি মনে করেন, লাল বলের ক্রিকেটে দু'জনকে একই সারিতে রাখা ঠিক নয়। দেশ ছাড়ার আগে নতুন টেস্ট অধিনায়ক শুভমন বলেছিলেন, রোহিত এবং কোহলি না থাকায় একটা চাপ অবশ্যই থাকবে। এবার এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের মতামত জানান প্রাক্তন তারকা। মঞ্জরেকর বলেন, 'আমি এই মন্তব্যের খুব একটা পক্ষে না। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সবসময় একসঙ্গে ধরা হয়।'
মঞ্জরেকরের দাবি, সাদা বলের ক্রিকেটে দু'জনকে একই সরিয়ে রাখা হলেও, লাল বলের ক্রিকেটে দু'জন সম্পূর্ণ ভিন্ন ধরনের। এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেন, 'ওদের জন্য আমাদের একটা শব্দ রয়েছে, রোকো। সাদা বলের ক্রিকেটে তবুও ঠিক আছে। কিন্তু লাল বলের ক্রিকেটে, দু'জনের মধ্যে কোনও মিল নেই।' টেস্টে কোহলিকে এগিয়ে রাখলেন প্রাক্তন তারকা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরাটের পরিসংখ্যান তুলে ধরেন। মঞ্জরেকর বলেন, 'দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির ১২টা শতরান আছে। রোহিতের সেখানে মাত্র একটা। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে। একশোর বেশি ইনিংস খেলে গড় ৪০। ইংল্যান্ডে গেলে সেই গড় কমে ৩০ হয়ে যেত। সুতরাং, লাল বলের ক্রিকেটে রোকো মানানসই না।' ভারতের প্রাক্তন তারকার এমন মন্তব্যে লাল বলের ক্রিকেটে দুই কিংবদন্তির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
