আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। রবিবার মেগা ফাইনাল। সেই ম্যাচেও আবেগের চোরাস্রোত থাকবে। ফাইনালের বল গড়ানোর আগে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।
দেশের ক্রিকেটারদের অসম্মান সহ্য করতে পারছেন না যোগরাজ। এশিয়া কাপ ফাইনালের আগে যোগরাজ বলছেন, ''আমি আমার দেশের সঙ্গে সবসময়ে রয়েছি। আমি এই দেশের নাগরিক। আমার দেশের বিরুদ্ধে কেউ কিছু বললে ছেড়ে কথা বলব না। কিন্তু ক্রিকেটারদের শ্রদ্ধা জানানো উচিত। যদি তোমার দেশ তোমাদের সম্মান না জানায়, তাহলে বাইরের লোক কীভাবে শ্রদ্ধা করবে?'' একপ্রকার হুমকি দিয়েই যোগরাজ কথাগুলো বললেন।
আরও পড়ুন: অভিষেক বনাম শাহিন! এই দ্বৈরথ কি গড়ে দিতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য?
ভারত-পাক ম্যাচের দিন অভিষেক ও শুভমানের সঙ্গে লেগে গিয়েছিল হ্যারিস রউফের। সেই প্রসঙ্গে মুখ খুলেছেন যোগরাজ। তিনি বলছেন, ''দু' জন ক্রিকেটার খেলছিল। কেউ কারওর সঙ্গে কথা বলছিল না। শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ কোথা থেকে এসে গালাগাল শুরু করে দিল। অভিষেকও কিছু বলেনি। শুভমানও নয়। এসবের অর্থ কী? এগুলো তো হতাশা থেকেই হয়।''
এদিকে রবিবার এশিয়া কাপ ফাইনাল। সেই মেগা ফাইনালের আগে ভারতকে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের কোচ হেসন। ফাইনালের আগে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার চোট চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে।
মাইক হেসন বলেছেন, ‘'এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটায় আমরা অনেক উন্নতি করেছিলাম। অন্তত প্রথম ম্যাচের তুলনায়। প্রথম ম্যাচে আমরাই ভারতকে ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিয়েছিলাম।’' এরপরই হেসনের সংযোজন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা যথেষ্ট ভাল খেলেছি। কিন্তু অভিষেক শর্মার ইনিংসটাই আমাদের হারিয়ে দেয়। আর এবার ফের একবার সুযোগ এসেছে। ফাইনাল জেতার ক্ষমতা রাখি আমরা।'’
দলের ক্রিকেটারদের জন্য বার্তাও দিয়েছেন হেসন। বলেছেন, ‘'খেলায় ফোকাস রাখো। ফাইনালে শুরু থেকেই ভারতকে চাপে রাখার চেষ্টা করো। চাপের ম্যাচে চাপটা রাখতেই হবে।’ তিনি আরও বলেছেন, ‘ক্রিকেটারদের সেই যোগ্যতা আছে। ভারত অন্যতম সেরা দল। ওদেরকে চাপে রাখাটাই হবে আমাদের চ্যালেঞ্জ।’'
