আজকাল ওয়েবডেস্ক: পঞ্চমবারের জন্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুখে ভারতীয় হকি দল। এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ভারত। ফাইনালের আগেও ফেভারিট হরমনপ্রীতরাই। তবে মঙ্গলবার হুলুনবুইরে ফাইনালে নামার আগে চিনকে কোনোভাবেই হালকা নিচ্ছেন না সুখজিৎরা। প্রতিপক্ষের ঘরের মাঠ বলে কথা। এবারে ট্রফি জিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে চিনের কাছেও। এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে চিত্তাকর্ষক দল ভারত।
টুর্নামেন্ট জুড়ে ২৫টি গোল করেছে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী দল। প্যারিস অলিম্পিকের দলে থাকা ১০ জন তারকা হুলুনবুইরে স্কোয়াডের অংশ রয়েছেন। উত্তম এবং হুন্দাল আরাইজিৎ সিং সহ বেশ কিছু তরুণ নামও রয়েছে এবারের দলে। এবারে ভারত ধারাবাহিকভাবে ফিল্ড গোল করতে সক্ষম হয়েছে। ২৫টি গোলের মধ্যে ১৭টি গোলই ভারত করেছে ওপেন প্লে থেকে। অন্যদিকে, দুর্দান্ত রক্ষণ করেও খুব বেশি গোলও খায়নি ভারত। আক্রমণে উঠলেও সঙ্গে সঙ্গে ডিফেন্সে নেমে আসতে সক্ষম হয়েছে ভারতীয় দল। মঙ্গলবার চীনের খুব বড় থ্রেট হওয়ার সম্ভাবনা নেই। তবে ভারত ফাইনালকে হালকাভাবে নিচ্ছে না।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে ওঠার জন্য বিশ্বের ২৩তম দলটি হারিয়েছে পাকিস্তান এবং মালয়েশিয়াকে। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে চীনের রক্ষণাত্মক দক্ষতা দেখা গিয়েছে। নির্দিষ্ট সময়ের খেলা শেষে পেনাল্টি শুটআউটে চলে যায় ম্যাচ। সেখানে চিনের গোলরক্ষক ওয়াং কাইউ দুর্দান্ত প্রদর্শন করে চিনকে ফাইনালে তোলেন। পাকিস্তানের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে জিতে ফাইনালে ওঠে চিন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিন এখনও পর্যন্ত মাত্র ১০টি গোল করেছে এবং ১৪টি গোল হজম করেছে। ২৬ বছর বয়সী গাও জিশেং চার গোল করে এখনও পর্যন্ত দলের সর্বোচ্চ স্কোরার।
