আজকাল ওয়েবডেস্ক: প্যারিস প্যারালিম্পিকে ভারতের জয়জয়কার। সমস্ত পরিসংখ্যান ছাপিয়ে যাচ্ছে ভারতীয় অ্যাথলিটরা। এবার প্যারিসে ইতিমধ্যেই ২৯টি পদক হয়ে গিয়েছে। যা টোকিও অলিম্পিকের থেকে দশ বেশি। টোকিও প্যারালিম্পিকে ১৯টি পদক এসেছিল দেশে। এবার নবদীপ সিংয়ের সৌজন্যে এল আরও একটি সোনা। এই বিভাগে ভারতের প্রথম স্বর্ণপদক। তিন বছর আগে টোকিওতে হরিয়ানার ২৩ বছরের প্যারা অ্যাথলিট চতুর্থ স্থানে শেষ করে। কিন্তু প্যারিসে এল সাফল্য। জ্যাভলিনের এফ ৪১ ফাইনালে ব্যক্তিগত সেরা থ্রোয়ে রুপো পেয়েছিলেন। ৪৭.৩২ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি। তার কিছুক্ষণ পরই জানানো হয়, এই ইভেন্টে সোনা জয়ী অ্যাথলিট ইরানের বেত সাইয়া সাদেখ ডিসকোয়ালিফাই হয়েছে। যার ফলে পদকের রং বদলে যায় নবদীপের। জানা গিয়েছে, সোনা জয়ের পর বারবার একটি পতাকা দেখান ইরানের বেত সাইয়া। অলিম্পিক কমিটি কোনও রাজনৈতিক উদ্দেশ্যকে সমর্থন করে না। সেই কারণেই তাঁকে বাতিল করা হয়। কপাল খুলে যায় ভারতীয় অ্যাথলিটের। তার আগেই মহিলাদের ২০০ মিটার টি১২ ক্যাটাগরিতে ব্রোঞ্জ জেতেন সিমরন শর্মা।
এদিকে প্যারিস প্যারালিম্পিকের দুই পদকজয়ী অ্যাথলিট প্রবীণ কুমার এবং হোকাতো হোতোজে সেমাকে ফোনে অভিনন্দন বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুষদের হাইজাম্পে সোনা জেতেন প্রবীণ। ২.০৮ মিটার লাফ দিয়ে এশিয়ার মধ্যে রেকর্ড সৃষ্টি করেন। অন্যদিকে শটপুটে ব্রোঞ্জ জেতেন হোকাতো। প্রথমবার প্যারালিম্পিকে অংশ নিয়েই পদক এনেছেন। তাঁর এই সাফল্যের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। পদক জয়ের পরই প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে ফোনে কথা বলেন।
