আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার পর রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপে পরপর দু’ম্যাচে হারের ধাক্কায় নিজেদের অবস্থান কঠিন করে ফেলেছেন স্মৃতি মান্ধানারা। টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে সেমিফাইনালে পৌঁছানোর পথ এখন অনেকটাই জটিল হয়ে পড়েছে হরমনপ্রীত কৌরদের জন্য।
এখন টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি তিনটি ম্যাচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে সব কটাতেই জয় দরকার ভারতের, তাহলেই নিশ্চিত হবে শেষ চারে ওঠা। বর্তমানে ভারত পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বাকি তিনটি ম্যাচ জিতলে তাদের মোট পয়েন্ট হবে ১০।
তবে ভারত যদি সব ম্যাচ না জিততেও পারে সেক্ষেত্রে ভাগ্য অনুকূলে থাকলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। কারণ, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এই তিনটি দলই একে অপরের মুখোমুখি হবে বাকি ম্যাচগুলোতে, আর সেই ফলাফলই নির্ধারণ করবে শেষ চারের লড়াইয়ের সমীকরণ।
তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত মুখোমুখি হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানো মোটেই সহজ নয়। ফলে অন্য ম্যাচগুলিতে ফলাফল অস্ট্রেলিয়ার অনুকূলে গেলে ভারত শুধুমাত্র দুটি ম্যাচ জিতেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে।
বর্তমানে নেট রানরেটে ভারতের অবস্থান অন্যদের তুলনায় অনেক ভালো, যা সমান পয়েন্টের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এরই মধ্যে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারত ৩৩১ রানের বড় টার্গেট দিয়েও জিততে পারেনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি মাত্র ১০৭ বলে ১৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় এনে দেন এক ওভার বাকি থাকতে।
ম্যাচের পর হতাশ হয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ‘যেভাবে শুরু করেছিলাম, সেখানে শেষ দিকে আরও ৩০-৪০ রান তুলতে পারতাম। শেষ ছ’ওভারে ব্যাটিংয়ে ভুল হয়েছে, আর সেটাই আমাদের ম্যাচ থেকে বের করে দিয়েছে।'
তিনি আরও বলেন, 'জানতাম উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল, কিন্তু শেষ দিকে রান তুলতে না পারাটাই বড় ক্ষতি। ওপেনাররা দারুণ খেলছে, তাদের জন্যই আমরা নিয়মিত ৩০০ রানের বেশি তুলতে পারছি।’ বিশ্বকাপে এখন সেমিফাইনালের টিকিট পেতে হলে ভারতের সামনে একটাই সমীকরণ—সব ম্যাচে জয়, আর যদি না হয়, তবে ভাগ্যের সহায়তা দরকার।
