আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির জের পড়তে শুরু করেছে ক্রীড়াক্ষেত্রে। সাত দিনের জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএল। শুক্রবার দুপুরে এই সিদ্ধান্ত জানায় বিসিসিআই। এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নীরজ চোপড়া ক্লাসিকের উদ্বোধনী সংস্করণ। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাথলিটদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতে একটি প্রেস বিবৃতিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া কথা জানানো হয়।
নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতা 'এনসি ক্লাসিক' হওয়ার কথা ছিল ২৪ মে। কিন্তু জানানো হয়েছে, দেশের স্বার্থের কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য প্রতিযোগিতা স্থগিত করে দেন নীরজ চোপড়া। তিনি জানান, এই মুহূর্তে দেশের পাশা থাকাই তাঁর প্রধান কর্তব্য। প্রসঙ্গত, কয়েকদিন আগে এই প্রতিযোগিতায় পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে সমালোচিত হন নীরজ। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তাঁর পরিবারকেও টার্গেট করা হয়। তার যোগ্য জবাব দিয়েছিলেন অলিম্পিকের সোনা জয়ী। জানিয়েছিলেন, তাঁর একমাত্র লক্ষ্য বিশ্বের সেরাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করানো। এবার সেই প্রতিযোগিতাই স্থগিত হল। শুক্রবার পিছিয়ে দিলেন নিজের নামাঙ্কিত টুর্নামেন্ট। নীরজ বলেন, 'এই সঙ্কটের সময় দেশের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। আমাদের প্রার্থনা এবং কৃতজ্ঞতা রয়েছে সেনাবাহিনীদের জন্য। ওরাই এখন দেশের মুখ। পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময় এনসি ক্লাসিকের নতুন সূচি প্রকাশিত হবে।' সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। অবস্থা কিছুটা স্বাভাবিক হলেই সংশোধিত সূচি প্রকাশিত হবে।
