আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে হকিতে পদক পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগোল ভারত। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে টাইব্রেকারে 4-2 গোলে হারাল তারা। ম্যাচের নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ। এদিন শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু গোল হতে দেননি ভারতের কিপার।





ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য যায়। দ্বিতীয় কোয়ার্টারে ফাউল করে রেড কার্ড দেখেন অমিত রোহিদাস। দেখা যায় বল দখলের লড়াইয়ে অমিতের হকি স্টিক ব্রিটেনের এক খেলোয়াড়ের মাথায় লেগেছে। তাঁকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। 10 জন মিলে খেলেই দ্বিতীয় কোয়ার্টারে গোল পায় ভারত। 22 মিনিটের মাথায় ফিল্ড প্লেতে গোল করে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি।





27 মিনিটের মাথায় সমতা ফেরায় ব্রিটেন। 10 জনের ভারতকে পেয়ে আক্রমণের ঝড় তোলে ব্রিটেন। কিন্তু গোল আর আসেনি বাকি দুটি কোয়ার্টারে। ম্যাচ গিয়ে পৌঁছয় পেনাল্টি শুট আউটে। প্রথম দুটি শটে দুই দলই গোল করে। তৃতীয় শট বাইরে মারে ব্রিটেন। চতুর্থ শট বাঁচিয়ে দেন শ্রীজেশ। ভারত একটি শটও মিস করেনি। চাপের মুখেই ম্যাচ থেকে বেরিয়ে যায় গ্রেট ব্রিটেন। মঙ্গলবার ভারতের সেমিফাইনাল। সেখানে জিতলেই পদক নিশ্চিত হয়ে যাবে ভারতের।