আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতেই সিরিজ জেতা হয়ে গিয়েছে। এবার হোয়াইটওয়াশ করার পালা। হায়দরাবাদে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ। দলে একাধিক বদলের সম্ভাবনা। বেশ কিছু প্লেয়ারকে দেখে নেওয়া হতে পারে শনিবার।
 
 স্পিনার রবি বিষ্ণোই কিংবা পেসার হর্ষিত রানাদের শনিবার প্রথম একাদশে দেখা যেতে পারে। তবে ভারতীয় দলের সবচেয়ে বড় চিন্তা সঞ্জু স্যামসনের ফর্ম। রান পাচ্ছেন না। তাকে প্রথম এগারোয় রাখা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অধিনায়ক সূর্যকুমারের নেতৃত্বে দল বেপরোয়া ক্রিকেট খেলছে। শুরু থেকে রান আর রান। শুধু ওপেনারদের ছন্দে না থাকাটাই ভাবাচ্ছে। তাই শনিবার ওপেনিংয়ে বদল হতে পারে। বদলের ভাবনা বোলিং বিভাগেও। অর্শদীপকে শনিবার বিশ্রাম দেওয়া হতে পারে।
 
 এটা ঘটনা হেড কোচ গৌতম গম্ভীরের পাখির চোখ এখন আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। তরুণ রক্ত তুলে আনতে চাইছেন গম্ভীর। কারণ শনিবারের ম্যাচের পরেই ভারত খেলবে তিন টেস্টের সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর রয়েছে বর্ডার–গাভাসকার ট্রফি। তাই সীমিত ওভারের ম্যাচ এখন ভারতের হাতে বেশ কম। তাই বুঝেসুঝে পা ফেলতে হচ্ছে গম্ভীরকে। একটা কোর টিম তৈরি করে নিতে চাইছেন। তাই সিরিজ জেতা হয়ে যাওয়ায় শনিবারের ম্যাচে একাধিক বদল হতে পারে ভারতীয় দলে। তবে ফোকাস একটাই জিততে হবে।
 
 এদিকে বাংলাদেশ দল হারতে হারতে আত্মবিশ্বাস একেবারে তলানিতে। তবুও হায়দরাবাদ ম্যাচ জিতে অন্তত একটা ম্যাচ জিতে দেশে ফিরতে চাইছেন নাজমুল হোসেন শান্তরা। 
 
 
