আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। অনবদ্য ইনিংস খেলেন বিরাট কোহলি। সবাই যখন ধরেই নিয়েছিলেন কোহলির ব্যাট থেকে আরও একটি সেঞ্চুরি আসছে, তখনই ইন্দ্রপতন। অ্যাডাম জাম্পার বল মারতে গিয়ে আউট হন বিরাট। কোহলির ওভাবে আউট হওয়া ভাল ভাবে নেননি ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। হতাশা প্রকাশ করেন তিনি।
এদিকে কোহলি আউট হয়ে ফেরার পরে গম্ভীরের সঙ্গে তাঁর কথাবার্তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভারতের হেড কোচকে বলতে শোনা গিয়েছে, ''ও তো মারছিল। '' সেই সময়ে লোকেশ রাহুল আক্রমণের রাস্তা নিয়েছিলেন যাতে কোহলির উপর থেকে চাপ কমে যায়। সেই কথাই বলেন গম্ভীর।
KL Rahul to Kohli ????️
— Mrutyunjaya Swain ???????? (@Mrutyunjayaswa9)
"mein mar raha tha na yaar"????#IndvsAusSemifinal #ChampionsTrophy2025 #ChampionsTrophy #ViratKohli pic.twitter.com/sJJ3EBa4gqTweet by @Mrutyunjayaswa9
জয় যখন ভারতের হাতের মুঠোয়, তখন কোহলির ওভাবে আউট হওয়া হয়তো মেনে নিতে পারেনি গম্ভীর। সেই কারণে অসন্তোষ প্রকাশ করে থাকবেন। যদিও সাংবাদিক বৈঠকে কিন্তু কোহলির প্রশংসা করেন গুরু গম্ভীর। কোহলি সম্পর্কে তাঁকে বলতে শোনা গিয়েছে,''ও দুর্দান্ত প্লেয়ার। আগে ব্যাট করুক বা পরে রান তাড়া, কীভাবে রান করতে হয়, তার পরিকল্পনা করে রাখে কোহলি। আশা রাখি ভবিষ্যতেও একই ভাবে রান করে যাবে কোহলি।''
Gambhir saab totally upset with kohli. ???? pic.twitter.com/ABmrAgnPhV
— Kohlistic???? (@Kohlistic18)Tweet by @Kohlistic18
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচেও তাঁর ব্যাট কথা বলল।
