আজকাল ওয়েবডেস্ক: মাত্র পাঁচ দিনের তফাৎ। তার মধ্যে ভারতীয় ক্রিকেটে ঘটে গেল বিরাট অদলবদল। পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার দুই বটবৃক্ষ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সোমবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা জানিয়েছেন বিরাট। এবার স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ইংল্যান্ড সফরে তাহলে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ কী? আগামী কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করার কথা বিসিসিআইয়ের।

তার আগে নির্বাচকদের কাজ কঠিন করে দিলেন বিরাট। তার থেকেও বড় প্রশ্ন এবার তাহলে টিম ইন্ডিয়ার চার নম্বরে কাকে খেলতে দেখা যাবে? ইংল্যান্ডের আবহাওয়ায় যেখানে বল নড়াচড়া করে সেখানে ভারতীয় দলে টপ অর্ডারে একটাও অভিজ্ঞ ব্যাটার নেই। সিরিজ শুরুর আগে কোচ গম্ভীরের টিম ইন্ডিয়া ব্যাকফুটে। পুরোপুরি তরুণ দল, নতুন অধিনায়ক নিয়ে কোচ গম্ভীরের কাছে ইংল্যান্ড সিরিজ যে বড় পরীক্ষা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত, আগেই অবসরের কথা বোর্ডকে জানিয়েছিলেন বিরাট। বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছিলেন।

শোনা যাচ্ছিল এক প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছিলেন বোর্ড। বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে। কিন্তু সোমবার কোহলি জানিয়ে দেন তিনি আর টেস্ট খেলবেন না। বিদায়বেলায় ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, ‘১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে যা শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের সঙ্গী’।