আজকাল ওয়েবডেস্ক: টস ভাগ্য অব্যাহত টিম ইন্ডিয়ার। টানা ১৫ বার টসে হার। ভাগ্য ঘুরল না শুভমন গিলের। টেস্ট অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত একটিও টস জেতেননি। পাঁচবার হারলেন। সব ফরম্যাট মিলিয়ে টানা ১৫ বার টসে হার ভারতের। অদ্ভুত কাণ্ড। আপেক্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ৩২৭৬৮ বারের মধ্যে এটা মাত্র একবার হওয়া সম্ভব। কিন্তু হল টানা ১৫ বার। বেন স্টোকসের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন অলি পোপ। ইংল্যান্ডের অস্থায়ী অধিনায়কের বিরুদ্ধেও টসে জিততে পারলেন না গিল। ওভালের মেঘাচ্ছন্ন আকাশে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পোপ। ইংল্যান্ডের অস্থায়ী অধিনায়ক হিসেবে প্রথমবার টস জিতলেন। টেস্টের ইতিহাসে এই নিয়ে ১৪তম বার পাঁচ ম্যাচের সিরিজেই টসে হার কোনও দলের। এর আগে একবিংশ শতাব্দীতে ২০১৮ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় এমন হয়েছিল। আগের ১৩ সিরিজের মধ্যে তিনটে ড্র হয়েছে। সব টস হেরে মাত্র একটি দলই সিরিজ জিততে সক্ষম হয়। ১৯৫৩ সালে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড।
পঞ্চম টেস্টে ভারতীয় দলে চারটে পরিবর্তন হয়। দলে ফেরেন ধ্রুব জুরেল, করুণ নায়ার, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপ। শুরুতে তিনটে পরিবর্তনের কথা জানান শুভমন গিল। পরে বাংলার পেসারের অন্তর্ভুক্তির কথা জানান। টসে হারার পর শুভমন গিল বলেন, 'ম্যাচ জেতা মূল লক্ষ্য। টসে হার নিয়ে ভাবি না। কাল ভাবছিলাম টসে জিতলে কী করব। তবে উইকেট দেখে ভাল মনে হচ্ছে। আমরা বড় রান করার চেষ্টা করব। যাতে বোলাররা কিছুটা সাহায্য পায়। এই সিরিজে আমরা একাধিকবার জয়ের কাছাকাছি চলে এসেছি। এবার একটু বাড়তি চেষ্টার প্রয়োজন।' টসে জিতে বল করার সিদ্ধান্ত নিতে দেরী করেনি অলি পোপ। ইংল্যান্ডের অস্থায়ী অধিনায়ক জানান, 'আমাদের নতুন মুখ আছে। আমাদের ব্যাটিংয়ে গভীরতা আছে। তাই আমরা ড্র চাই না। আমরা জিততে চাই।'
ভারতের মতো ইংল্যান্ড দলেও বেশ কয়েকটা পরিবর্তন আছে। ফেরেন জেমি ওভার্টন, গাস আটকিনসন এবং জস টাং। শেষ ম্যাচ জিতে সিরিজ জেতার লক্ষ্য ইংল্যান্ড। অন্যদিকে ভারতীয় দলে চারটে পরিবর্তন প্রায় নিশ্চিত ছিল। হলও তাই। যশপ্রীত বুমরার খেলার সম্ভাবনা ছিল না। কিন্তু তাঁর জায়গায় লাল বলের ক্রিকেটে হাতেখড়ি হওয়ার কথা ছিল অর্শদীপ সিংয়ের। তবে অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। দ্বিতীয় টেস্টে জঘন্য বল করা প্রসিদ্ধ কৃষ্ণ আবার সুযোগ পেলেন। জায়গা হল না কুলদীপ যাদবের। গৌতম গম্ভীরের অলরাউন্ডার প্রীতির জন্য সুযোগ পেলেন না চায়নাম্যান। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। মাত্র ২ রানে ফেরেন যশস্বী জয়েসওয়াল। আটকিনসনের বলে এলবিডব্লু হন। বেশিক্ষণ টেকেননি কেএল রাহুলও। ১৪ রানে আউট হন। ওকসের বলে বোল্ড হন ভারতীয় ওপেনার। রাহুলের আউট পার্থক্য গড়ে দিতে পারে।
