আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় হকি দল। সোমবার চিনের হুলুনবুইর শহরের মোকি ট্রেনিং বেসে শক্তিশালী জাপানের মুখোমুখি হয়েছিল ভারত। ৫-১ গোলের একপেশে ম্যাচে রীতিমত প্রাধান্য বজায় রেখে ম্যাচ পকেটে পুরলেন সুখজিৎরা। গোলের ঝড় শুরু হয়ে যায় ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই মিনিট থেকেই। অভিষেকের প্রথম গোলের কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় গোল করেন সুখজিৎ সিং।

 

দু’গোল খাওয়ার পর ডিফেন্স শক্তিশালী করে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে জাপান। কিন্তু ভারতের মুহুর্মুহ আক্রমণের কাছে তা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণই করতে পারেনি জাপান। অন্যদিকে, আরও এক গোল করে লিড বেড়ে ৩-০ করে ভারত। রীতিমত হতাশ দেখায় জাপানের ডাগআউট এবং কোচকেও। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে জাপান তাদের পাসিং মুভমেন্ট এবং ফরোয়ার্ড রানে ভর করে এক গোলের লিড কমায়। গোল করেন কাজুমাসা মাতসুমোতো

 

তবে চতুর্থ এবং চূড়ান্ত কোয়ার্টারের মাঝামাঝি পর্যন্তই জাপানের আক্রমণ চোখে পড়ে। চতুর্থ কোয়ার্টারের শেষে উত্তম সিং এবং সুখজিৎ সিংয়েগোলে পাঁচ গোলে এগিয়ে যান হরমনপ্রীতরা। পরপর দুই ম্যাচ জিতে  এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। তাঁদের পরের ম্যাচ আগামী ১১ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে। মনে করা হচ্ছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফেভারিট হিসেবেমাঠে নামবে