আজকাল ওয়েবডেস্ক: টানা দু'দশক ক্রিকেটে নিজেকে নিবেদিত করে দেওয়ার পর বাইশ গজকে গুডবাই জানালেন পীযূষ চাওলা। ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তারকা স্পিনার। নিজের পরিবার, আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং ফ্যানদের ধন্যবাদ জানান পীযূষ। স্বর্গীয় পিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জানান, তাঁর সাপোর্টেই এই জায়গায় পৌঁছেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে শচীন তেন্ডুলকরকে বল করা থেকে বিশ্বমঞ্চে সাফল্য, সবই তাঁর কৃপায়। ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন চাওলা। 

তরুণ ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে অভিষেক পীযূষের। গুগলি দিয়ে শুরুতেই নজর কাড়েন। ভারতের হয়ে তিনটে টেস্ট, ২৫টি একদিনের ম্যাচ এবং সাতটি টি-২০ খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সাফল্য না পেলেও ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রচুর সাফল্য পেয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪৬টি উইকেট রয়েছে তাঁর। টি-২০ তে ৩১৯ উইকেট। উত্তর প্রদেশ এবং বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে সাফল্য পান। কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী দলের সদস্য তিনি। নাইটদের হয়ে ২০১২ এবং ২০১৪ আইপিএল জেতেন তারকা স্পিনার। চাওলার ক্রিকেটীয় জীবনে আইপিএল একটা বড় জায়গা দখল করে। কোটিপতি লিগে সর্বোচ্চ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে তিনি অন্যতম। চাপের মুখে উইকেট তুলে নেওয়ার ন্যাক ছিল তাঁর। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল জিততে সাহায্য করেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও যথেষ্ট সফল চাওলা। তবে তাঁর সেরা সময়টা কেটেছে কেকেআরে।‌