আজকাল ওয়েবডেস্ক: চার দিন ধরে জ্বর ছিল। সেই জ্বর থেকে উঠে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন অভিষেক শর্মা। 

জ্বরে আক্রান্ত হয়ে থাকার সময়ে তাঁর খবরাখবর নিয়েছেন যুবরাজ সিং, সূর্যকুমার যাদবরা। খেলার শেষে অভিষেক শর্মাকে বলতে শোনা গিয়েছে, ''সত্যি কথা বলতে কী, চার দিন ধরে আমি জ্বরে আক্রান্ত ছিলাম। যুবরাজ সিং, সূর্যকুমার যাদব আমার খোঁজখবর নিয়েছেন। আমার উপরে বিশ্বাস রেখেছেন সবাই। এর জন্য ধন্যবাদ জানাই।'' 

অভিষেক শর্মার দুরন্ত সেঞ্চুরিতে পাঞ্জাব কিংসের পাহাড়প্রমাণ রান টপকে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। 

শনি সন্ধ্যায় শতরানের পরে দেখা গিয়েছে, হেলমেট থেকে চিরকুট বের করেছেন অভিষেক শর্মা। সেই চিরকুটে লেখা, দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। 

অভিষেকের সতীর্থ ট্র্যাভিস হেড হাঁড়ির খবর ফাঁস করেছেন। অজি ওপেনার বলেছেন, ''এই চিরকুট মরশুমের শুরু থেকেই অভিষেকের কাছে ছিল। গত ৬টি ম্যাচেই এই চিরকুট ও বহন করেছে। আজ রাতে এই চিরকুট অবশেষে বের করতে পারল।'' 

অভিষেক নিজে বলেছেন, ''এই সেঞ্চুরিটা সব অর্থেই স্পেশ্যাল। ক্রমাগত হারের ধাক্কা কাটিয়ে উঠতে চেয়েছিলাম। পর পর চারটি ম্যাচে হার মেনে নেওয়া কঠিন। তবে এই হার নিয়ে আমরা আলোচনা করিনি দলের মধ্যে। যুবি পাজি ও সূর্যকুমার যাদবকে আলাদা করে ধন্যবাদ দিতে চাই।''