আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসের অল আউট স্ট্র্যাটেজি কাজে এল না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আক্রমণে মাত্র ১০১ রানে নিকেশ হয়ে গেল পাঞ্জাব কিংস।
জবাবে ১০ ওভারে ম্যাচ জিতে নেয় আরসিবি। কোনও প্রতিদ্বন্দ্বিতাই হল না কোয়ালিফায়ার ওয়ানে। একপেশে ম্যাচ জিতে বেঙ্গালুরু পৌঁছে গেল ফাইনালে। 
 
 পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ১৮ নম্বর আইপিএল হয়তো জিততে চলেছে বেঙ্গালুরু। তবে দিল্লি এখনও দূরে। তাই আগাম বলা সম্ভব নয়। 
"Virushka" Moments! ????❤️
— ????◕Ꮢ????◕???? (@jija009_)
It's 101/10...everyone taken
Love is in the air as Anushka cheer on from the stands!
RCB’s fiery performance + smiles = Perfect Qualifier Night! ????✨
Congratulations RCB! ????⚫️
RCB RCB#RCBvsPBKS #Qualifier1 #Virushka pic.twitter.com/GsHd0L5vXMTweet by @jija009_
তবে কোয়ালিফায়ার ওয়ানে লক্ষণীয়ভাবে যেটা সবার চোখে পড়েছে, তা হল বিরাট কোহলির বন্যতা। পাঞ্জাবের একটা করে উইকেট পড়েছে, আর কোহলি উদযাপন করেছেন প্রবল এনার্জি সহ। সেই দৃশ্য গ্যালারিতে সঞ্চারিত হয়।
ম্যাচে উপস্থিত ছিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা। স্বামীর সেলিব্রেশন দেখার পরে স্ত্রীর মুখে সে কী হাসি। কিছুটা লজ্জাও পেয়েছেন হয়তো কোহলির কাণ্ড কারখানা দেখে। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে কোহলির উন্মাদনা দেখে অনুষ্কা হেসে কুটিপাটি অবস্থা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
anushka ???????????????????????????? pic.twitter.com/sU6QkolV2E
— ????.???? ???????????????????????????????? (@tripathi_gattu)Tweet by @tripathi_gattu
প্রীতি জিন্টার দলের ভরাডুবি দেখে নিজেক আর স্থির রাখতে পারেননি অনুষ্কা। হেসে গড়িয়ে পড়েন।
