আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার তিনি। বল হাতে যখন তখন তিনি প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারেন। সেই বরুণ চক্রবর্তীর হিটলিস্টে কারা? 

তিন ভারতীয় তারকার কথা বলেছেন বরুণ। এই তিন তারকার উইকেট তিনি নিতে চান। এছাড়াও রয়েছেন বিদেশি ক্রিকেটার। 

বরুণ বলেছেন, ''হেনরিক ক্লাসেন, নিকোলাস পুরান, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের উইকেট নিতে চাই। এরা সবাই তারকা প্লেয়ার। ওদের উইকেট নিতে পারলে আমি খুশি হব।'' 

সোমবার ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের খেলা। রোহিত-সূর্যকুমার যাদবের সামনে বরুণ। পারবেন কি তিনি এই দুই বিস্ফোরক মুম্বই ব্যাটারের উইকেট নিতে? 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী সফল হন। ৫০ ওভারের ক্রিকেট থেকে এখন তিনি ২০ ওভারের ক্রিকেটে। বরুণ বলছেন, ''আলাদা করে জাত চেনানোর মতো কিছু করার দরকার নেই। ম্যাজিক বল দেওয়ার দরকার নেই। দারুণ এক মুহূর্ত তৈরি করারও প্রয়োজন নেই।''

 ক্রিকেটের অ-আ-ক-খ মেনে খেলা উচিত বলে মনে করেন বরুণ। তিনি যে কোনও দলেরই সম্পদ। জাতীয় দলের রোহিতের তুরুপের তাস। আইপিএলে অজিঙ্কে রাহানের ভরসা।