আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর ধাক্কা এবার আইপিএলেও। পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে চলছে চর্চা। বৃহস্পতিবার হওয়ার কথা ছিল খেলাটি।
একটি সর্বভারতীয় স্তরের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচটি হয় বাতিল হয়ে যাবে নয়তো নতুন কোনও ভেন্যুতে ম্যাচের বল গড়াবে।
পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি সরে গিয়েছে ধর্মশালা থেকে। নতুন সূচি অনুযায়ী মুম্বইয়ে হবে খেলাটি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে সরকারিভাবে নির্দেশিকা দেওয়া হয়নি। খুব শীঘ্রই ভেন্যু পরিবর্তনের ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
পাঞ্জাব কিংসের দ্বিতীয় ঘরের মাঠ ধর্মশালা। চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলার কথা ছিল পাঞ্জাবের। একটি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে তারা। ৪ মে লখনউ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংস ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ধর্মশালায়। অপারেশন সিঁদুরের পরে পরিস্থিতি যা, তাতে বাকি দুটি ম্যাচ আর ধর্মশালায় হবে না।
পাকিস্তানের সীমান্ত সংলগ্ন একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট।
১০ মে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে এই বিমানবন্দরগুলো। অপরেশন সিঁদুরের পরে একাধিক বিমানসংস্থা তাদের বিমান পরিষেবা বন্ধ রেখেছে। যার ফলে একজায়গা থেকে অন্য় জায়গায় যেতে সমস্যায় পড়ছে আইপিএলের কয়েকটা দল। ৮ তারিখের ম্যাচের জন্য ধর্মশালায় আছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। সপ্তাহের শেষে যাওয়ার কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। পরিবর্তিত পরিস্থিতিতে ৮ তারিখের ম্যাচের সূচি বদলাচ্ছে।
