আজকাল ওয়েবডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রোহিত শর্মার। তাঁর ব্যাট কথা বলছে না আইপিএলে। চতুর্দিক থেকে তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনা। এর মধ্যেই রোহিতকে নিয়ে বড় আপডেট। ঘরের মাঠ ওয়াংখেড়েতে হিটম্যানের নামে হতে পারে স্ট্যান্ড।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা রোহিত শর্মার নাম পেশ করেছেন বলেই খবর। ১৫ এপ্রিল চূড়ান্ত সিদ্ধান্ত। আইপিএলে হিটম্যান ব্যর্থ হলেও তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। অধিনায়ক হিসেবে এই দুর্দান্ত সাফল্যের জন্যই রোহিতকে বিশেষ সম্মান দেওয়ার কথা ভাবছে মুম্বই ক্রিকেট সংস্থা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেশের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাসকরের নামে স্ট্যান্ড রয়েছে। রয়েছে বিজয় মার্চেন্টের নামেও স্ট্যান্ড। দিলীপ বেঙ্গসরকর ও শচীন তেন্ডুলকরের নামেও রয়েছে স্ট্যান্ড। এবার রোহিত শর্মার নামও যুক্ত হতে চলেছে বলেই খবর।
রোহিত শর্মা কেবল একাই নন, শরদ পওয়ার, বিলাসরাও দেশমুখ, অজিত ওয়াদেকর, একলাথ সোলকার, দিলীপ সারদেশাই, পদ্মকার শিওয়ালকর এবং ডায়না এডুলজির নাম নিয়েও চলছে আলোচনা।
