আজকাল ওয়েবডেস্ক: কোহলিকে বিরাট হয়ে উঠতে সাহায্য করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট কিপার মার্ক বাউচার। তাঁর অভিজ্ঞ চোখ প্রতিভা চিনতে ভুল করেনি। কোহলির দুর্বলতা শোধরাতে সাহায্য করেছিলেন তিনি। সেই সময়ে কোহলি ও বাউচার আরসিবি-র ড্রেসিং রুম শেয়ার করতেন। 

আরসিবির পডকাস্ট ‘বোল্ড অ্যান্ড বিয়ন্ড’-এ কোহলিকে বিরাট হয়ে ওঠার পিছনের গল্প বলেন কোহলি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''কেরিয়ারের গোড়ায় আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে আমার উপরে সবথেকে প্রভাব ছিল বাউচারের। বাউচার ভারতীয় তরুণদের সাহায্য করত। পরবর্তী পর্যায়ে নিজের ব্যাটিং নিয়ে যেতে হলে আমাকে কী করতে হবে, তার পরিকল্পনা নিজেই করেছিল বাউচার। আমাকে নেটে নিয়ে গিয়ে বলেছিল শর্ট বল নিয়ে পরিশ্রম কর। পুল করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাবে না। এরপর নিজেই টেনিস বল ছুড়ে আমাকে অনুশীলন করাত। চেন্নাই বা কলকাতায় একটা ম্যাচ খেলছিলাম। সেদিন বাউচার বলেছিল, চার বছর পর আমি যখন ভারতে ধারাভাষ্য দিতে আসব, তখন যদি তোমাকে জাতীয় দলে না দেখি, তাহলে সেটা হবে নিজের প্রতি তোমার অবিচার। সেদিন আমার প্রতি বাউচারের আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে গিয়েছিলাম।''  

সেই বছরই শ্রীলঙ্কায় ওয়ানডে অভিষেক হয় কোহলির।  শচীন তেণ্ডুলকরের জায়গায় ডাক পেয়েছিলেন তিনি। তার পরে আর ফিরে তাকাতে হয়নি কোহলিকে।