আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় কোচিংয়ের অভিজ্ঞতা আগেও আছে। কিন্তু ডার্বি এই প্রথম। তারকাখচিত দলের হয়ে বড় ম্যাচে হাতেখড়ি হতে চলেছে হোসে মোলিনার। শনিবার আইএসএলের প্রথম ডার্বি। মুখোমুখি দুটো অসম দল। একদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে ল্যাজেগোবরে হওয়ার পর মহমেডানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোহনবাগান। অন্যদিকে টালমাটাল অবস্থায় খুঁটি আঁকড়ে ধরার চেষ্টায় ইস্টবেঙ্গল। চার ম্যাচে শূন্য পয়েন্ট। এখনও জয়ের খাতা খুলতে পারেনি। পদত্যাগ করেছেন কার্লেস কুয়াদ্রাত। নতুন কোচের নাম ঘোষণা হলেও, এখনও শহরে এসে পৌঁছননি অস্কার ব্রুজো। শনিবার ভোর রাতে আসার কথা। এমন অবস্থায় ফেভারিট বাছতে ফুটবল পণ্ডিতের প্রয়োজন পড়বে না। কিন্তু সতর্কতার সুর মোলিনার গলায়। জানিয়ে দিলেন ডার্বিতে কোনও ফেভারিট হয় না। ইস্টবেঙ্গলের এই দুর্দশা সম্বন্ধে অবগত হলেও, শুধুমাত্র নিজের দল নিয়েই ভাবতে চান বাগানের স্প্যানিশ কোচ। মোলিনা বলেন, 'বিপক্ষ নিয়ে মাথা ঘামাই না। আমার কাছে আমার দল গুরুত্বপূর্ণ। আমি ওদের কন্ট্রোল করতে পারব না। তাই নিজেদের প্লেয়ারদের ওপরই ফোকাস করছি। ডার্বি ডার্বিই হয়। এই ম্যাচে কেউ ফেভারিট না। আমাদের কেউ এগিয়ে রাখলে তাঁদের ধন্যবাদ জানাব। তারমানে আমরা ভাল খেলছি, সঠিক পথেই এগোচ্ছি। তবে কাল আমরা কী করতে পারি, সেটাই আসল। দুটো দলই লড়াই করবে। আশা করছি ম্যাচটা ভাল হবে।'
মহমেডান ম্যাচে চলতি মরশুমের সেরা ফুটবল খেলেছে মোহনবাগান। প্রথম মিনিট থেকেই আক্রমনাত্মক ফুটবল। মিনি ডার্বির আদলেই ডার্বিতে একই ব্র্যান্ড অফ ফুটবল খেলাই লক্ষ্য মোলিনার। অর্থাৎ, মুখে কিছু না বললেও ডামাডোলের মধ্যে থাকা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে অলআউট ঝাঁপাবে সবুজ মেরুন কোচ। মোলিনা বলেন, 'আমরা একই ফুটবল খেলার চেষ্টা করব। আক্রমনাত্মক ব্র্যান্ড ধরে রাখতে চাই। সঙ্গে ডিফেন্সও অটুট রাখতে হবে। ইস্টবেঙ্গলেরও কিছু শক্তি আছে। তবে আমার নিজের প্লেয়ারদের ওপর আস্থা আছে।' আইএসএল ডার্বির ইতিহাসে অপরাজিত মোহনবাগান। অতীত পরিসংখ্যান কি এগিয়ে রাখবে তাঁর দলকে? তেমন মনে করছেন না মোলিনা। বলেন, 'অতীত নিয়ে ভাবছি না। কী হয়ে গিয়েছে তার কোনও গুরুত্ব নেই। অতীত ভুলে যেতে হবে। কাল আমরা কী করতে পারব, সেটাই আসল। অতীত আমাদের ডার্বি জিততে সাহায্য করবে না।'
অস্কার ব্রুজোকে চিনলেও, তাঁর সঙ্গে ব্যক্তিগত আলাপ নেই। তাই ইস্টবেঙ্গলের নতুন কোচ সম্বন্ধে মন্তব্য করতে চাননি। প্রতিপক্ষ দলের কোনও কিছু নিয়েই ভাবতে চান না। মোলিনার কানে বাজছে তিনটে শব্দ, 'কোচ, ডার্বি জিতিয়ে দিন।' সমর্থকদের আশা পূরণ করাই লক্ষ্য। পাশাপাশি নিজের প্রথম ডার্বিতে নামার আগে উত্তেজিত বাগানের স্প্যানিশ কোচ। মোলিনা বলেন, 'এরমধ্যে অনেক ফ্যানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সবাই ডার্বি জেতানোর অনুরোধ করেছে। ডার্বি জিততে পারলে সবাই খুশি হবে। আমি নিজের প্রথম ডার্বির আগে উত্তেজিত। আমি চাই ফুটবলাররা ম্যাচটা উপভোগ করুক। আমিও সাইডলাইনে খেলাটা উপভোগ করার চেষ্টা করব।' জাতীয় দলের ম্যাচের জন্য লম্বা বিরতির পর নামবে দুই প্রধান। তবে এটা পার্থক্য গড়ে দেবে না বলেই দাবি বাগান কোচের। বরং এই সময় চোটমুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন সাহাল, আশিক, রডরিগেজরা। যার ফলে ডার্বিতে পূর্ণশক্তি নিয়েই নামতে পারবেন মোলিনা। রক্ষণে দুই বিদেশি অ্যালড্রেড এবং রডরিগেজ। মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্ট। কামিন্স পরে নামবেন। এটা নিশ্চিত। তবে দিমিত্রি পেত্রাতোস না জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে রাখবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মহমেডানের বিরুদ্ধে অভিষেকেই গোল পেয়েছেন অজি বিশ্বকাপার। আবার ডার্বিতে রেকর্ড ভাল দিমির। তাই ফর্মে না থাকলেও শেষপর্যন্ত হয়তো তাঁকে রেখেই দল সাজাবেন মোলিনা।
ছবি: অভিষেক চক্রবর্তী
