আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে টি-টোয়েন্টি মুম্বই লিগ! কলকাতা নাইট রাইডার্সের পরে সোবো মুম্বই ফ্যালকন্স। 

বুধবার ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ। তার আগেই জানা গেল দল বদলাতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের তরুণ তারকা অঙ্গকৃষ রঘুবংশীর। ১৪ লাখ টাকার বিনিময়ে মুম্বই ফ্যালকন্সে গেলেন অঙ্গকৃষ। 

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়ছেন আয়ুষ মাত্রে। মুম্বই টি-টোয়েন্টি লিগে তাঁর দাম হল ১৪.৭৫ লক্ষ টাকা। ট্রাম্ফ নাইটস মুম্বই নর্থইস্ট তাঁকে দলে নিয়েছে। 
সূর্যাংশ শেগড়েকেও ১৩.৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই নর্থ ইস্ট। এই দলেরই আইকন প্লেয়ার সূর্যকুমার যাদব। 

মুম্বই টি-টোয়েন্টি লিগ শুরু হবে ২৬ মে। চলবে ৮ জুন পর্যন্ত। মুম্বই টি-টোয়েন্টি লিগের এটাই তৃতীয় সংস্করণ। সেই নিরিখে এই প্রতিযোগিতাকে নতুনই বলা যায়।  পাঞ্জাব কিংসের খেলোয়াড় মুশির খানকে ১৫ লক্ষের বিনিময়ে দলে নিয়েছে আর্কস আন্ধেরি।