আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই ম্যাচের আগে মহা চাপে পড়ে গেল দিল্লি ক্যাপিটালস। বুধবার ওয়াংখেড়েতে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে দুই দল। তার আগের দিন অনুশীলনে চোট পেলেন দিল্লির অন্যতম ভরসা লোকেশ রাহুল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনের মাঝপথে মঙ্গলবার মাঠ থেকে বেরিয়ে যান রাহুল। নেটে মুকেশ কুমারের বল রাহুলের হাঁটুতে লাগে। যদিও রাহুলের চোটের বিষয়ে কোনও আপডেট দেয়নি দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।


পয়েন্ট টেবিল বলছে মুম্বইয়ের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। আর দিল্লির ১২ ম্যাচে ১৩। মুম্বই আছে চারে। আর দিল্লি পাঁচে। প্লে অফ নিশ্চিত হয়ে গেছে গুজরাট, আরসিবি ও পাঞ্জাবের। বাকি একটি জায়গার জন্য এখন লড়াই মুম্বই ও দিল্লির। তাই বুধবারের ম্যাচ যে জিতবে সে প্লে অফের দিকে এক পা বাড়িয়েই দেবে। কিন্তু রাহুলের চোট দিল্লিকে চাপে ফেলে দিয়েছে। এই মরসুমে দিল্লির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রাহুলই। তাছাড়া আগের ম্যাচে গুজরাটের কাছে হেরে যায় দিল্লি। তবে সেই ম্যাচে শহরান করেছিলেন রাহুল।


গুজরাট ম্যাচে ওপেন করেছিলেন রাহুল। সুস্থ থাকলে মুম্বই ম্যাচেও হয়ত তিনিই ওপেন করবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাহুল ফিট আছেন। মুম্বই ম্যাচ খেলবেন। 


এই মরসুমে রাহুল এখনও অবধি করেছেন ৪৩৮ রান। গড় ৬১.‌৬৩। একটি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন।