আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্টের পরই অস্তাচলে রবি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তনুশ কোটিয়ানকে পাঠিয়েছে অস্ট্রেলিয়ায়।
কিন্তু কেন তনুশ কোটিয়ানকে পাঠানো হল স্যর ডনের দেশে? কেন পাঠানো হল না কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেলকে?
ভারত অধিনায়ক রোহিত শর্মা রসিকতা করে বললেন, ''তনুশ এখানে এক মাস আগেও ছিল। কুলদীপের ভিসাই নেই। আমাদের এমন একজনকে দরকার ছিল যে এখানে তাড়াতাড়ি আসতে পারবে। তনুশ তৈরিই আছে। এখানে আগে ভাল খেলেছে। রসিকতা বাদ দিয়েই বলছি, গত দু' বছর ধরে ভাল খেলছে তনুশ। সিডনি বা মেলবোর্নে আমরা যদি দুই স্পিনার নিয়ে খেলি তাহলে আমাদের ব্যাক আপ দরকার ছিল। সেই কারণে তনুশকে দ্রুততার সঙ্গে নিয়ে আসা।''
রোহিত রসিকতা করে কুলদীপ প্রসঙ্গে বলেছেন তাঁর ভিসা নেই। কিন্তু আসল ঘটনা যে অন্য। অশ্বিনের বিকল্প হিসেবে তাঁদের না ভাবার কারণ ব্যাখ্যা করে হিটম্যান বলেছেন, ''কুলদীপের হার্নিয়া অপারেশন হয়েছে। অক্ষর সম্প্রতি বাবা হয়েছে। তার ফলে এখানে আসা সম্ভব নয়। তনুশই ছিল সেরা বিকল্প। গত মরশুমে মুম্বইয়ের রঞ্জি জয়ের পিছনে অবদান ছিল তনুশের। সেই কারণেই ওকে এখানে আনা হচ্ছে।''
উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির বল গড়ানোর আগে ভারত এ দলের অস্ট্রেলিয়া সফরে তনুশ কোটিয়ান ৪৪ রান করেছিলেন এবং বল হাতে একটি উইকেট নেন। একটি ম্যাচে অংশ নিয়ছিলেন তনুশ। সেই ম্যাচেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন।
